আর চোলাই বেচব না, মুচলেখা কারবারিদের

চোলাই বিক্রির অভিযোগে রবিবার গ্রেফতার হয়েছিল দশ জন। পুলিশ জানিয়েছে, সোমবার জামিনে ছাড়া পাওয়ার পরে তাঁরা আর চোলাই বিক্রি করবেন না বলে কথা দেন পুলিশকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০১:০১
Share:

চোলাই বিক্রির অভিযোগে রবিবার গ্রেফতার হয়েছিল দশ জন। পুলিশ জানিয়েছে, সোমবার জামিনে ছাড়া পাওয়ার পরে তাঁরা আর চোলাই বিক্রি করবেন না বলে কথা দেন পুলিশকে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মাদক বিরোধী দিবসে পুলিশের পক্ষ থেকে হাসনাবাদে সচেতন করতে একটি আলোচনা শিবিরের আয়োজন করা হয়। ওই দিন ইছামতীর ধারে শ্মশানঘাট, বৌবাজার, বিচালিহাটা, ত্রিমোহনী, নতুন বাজার, বাসস্ট্যান্ড, চাঁপাপুকুর এলাকা থেকে ১০ জন মদ বিক্রেতাকে গ্রেফতারও করা হয়। তাঁদের কাছ থেকে কয়েকশো লিটার চোলাই উদ্ধার করা হয়। নষ্ট করে দেওয়া হয়েছে চোলাই তৈরির সরঞ্জাম। এরপরেই তাঁরা চোলাই না বেচার মুচলেখা দেন পুলিশকে। ধৃতদের মধ্যে কৃষ্ণ বাছাড়, শিবু দাস, সিরাজুল মোল্লা, হান্নান মোল্লা বলেন, ‘‘অভাবের তাড়নায় চোলাই বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। স্ত্রী, সন্তানদের কাছে সম্মান নষ্ট হচ্ছে।’’ এখন তাঁরা যে কোনও উপায়ে রোজগারের পথ বেছে নেবেন। কিন্তু চোলাই বিক্রি করে নিজেদের সম্মান আর নষ্ট করবেন না বলে জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন