টুকরো খবর

গণধর্ষিতাকে দেখতে দেগঙ্গার নুননগর পঞ্চায়েতর বেনাপুর গ্রামে মেয়েটির বাড়িতে গেলেন বিজেপি নেতা তথাগত রায়। বৃহস্পতিবার একাদশ শ্রেণির ওই ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে কথা বলার পরে তথাগতবাবু রাজ্যের শাসক দলের সমালোচনা করে বলেন, “যে রাজ্যে দাদা ঘরে ঢুকিয়ে দিয়ে ধর্ষণ করিয়ে দেওয়ার কথা বলেন, সেখানে এমন ঘটনা তো ঘটবেই।”

Advertisement
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০১:৫২
Share:

দেগঙ্গায় গণধর্ষিতার বাড়িতে এলেন বিজেপি নেতৃত্ব

Advertisement

নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা

গণধর্ষিতাকে দেখতে দেগঙ্গার নুননগর পঞ্চায়েতর বেনাপুর গ্রামে মেয়েটির বাড়িতে গেলেন বিজেপি নেতা তথাগত রায়। বৃহস্পতিবার একাদশ শ্রেণির ওই ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে কথা বলার পরে তথাগতবাবু রাজ্যের শাসক দলের সমালোচনা করে বলেন, “যে রাজ্যে দাদা ঘরে ঢুকিয়ে দিয়ে ধর্ষণ করিয়ে দেওয়ার কথা বলেন, সেখানে এমন ঘটনা তো ঘটবেই।” একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে এমন কথা বলছেন আর তাঁর সমর্থকেরা হাততালি দিচ্ছেন, এমন ঘটনা আগে কেউ এ রাজ্যে দেখেনি বলেও মন্তব্য করেন তিনি। গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশীর বাড়িতে কালীপুজো দেখতে যাওয়ার সময়ে দুষ্কৃতীরা ওই কিশোরীকে খুনের হুমকি দিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। এখনও দুষ্কৃতীরা গ্রেফতার হয়নি। তারই প্রতিবাদে এ দিন বেলা ৩টে নাগাদ তথাগতবাবু, স্থানীয় পঞ্চায়েতর প্রধান তরুণকান্তি ঘোষ, প্রদীপ বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় নেতা-কর্মীরা ওই কিশোরীর বাড়িতে যান। দেগঙ্গা থানায় গিয়ে অপরাধীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপিও দেন তাঁরা। রাজ্যে সাম্প্রতিক ঘটনার পাশাপাশি ছাত্রীর উপরে পাশবিক অত্যাচারের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষে টাকি রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখানো হয়। অন্য দিকে একই ঘটনার প্রতিবাদে ভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে পাপড়ি দত্তের নেতৃত্বে দেগঙ্গায় প্রতিবাদ সভা করে থানায় স্মারকলিপি দেওয়া হয়।

Advertisement

মহিলাকে অ্যাসিড ছুড়ে গ্রেফতার হলেন গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা • হাবরা

এক মহিলার গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগে গ্রেফতার করা হল আর এক মহিলাকে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরার বাণীপুরে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বনশ্রী নস্কর। কামেশ্বর রাম নামে এক ব্যক্তি তাঁকে অ্যাসিড দিয়েছিল বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে তাঁকেও। অ্যাসিড-আক্রমণে জখম ঊষা দাসকে পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবীর নস্কর নামে এক ব্যক্তির সঙ্গে ১৯৯৮ সালে বিয়ে হয় বনশ্রীর। হাবরার জহর নবোদয় স্কুলে নৈশপ্রহরীর কাজ করতেন সুবীর। এই স্কুলের কোয়ার্টারেই স্ত্রী-মেয়েকে নিয়ে থাকতেন। কিন্তু কিছু দিন ধরে ঊষার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে সুবীরের। থাকতে শুরু করেন এক সঙ্গে। সেই বাড়িতেই চড়াও হন বনশ্রী।

পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

চাল-বোঝাই লরির সঙ্গে খালি লরির ধাক্কায় প্রাণ গেল দুই মোটর বাইক আরোহীর। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের তেঁতুলিয়া সেতুর কাছে, বাদুড়িয়ার খাসপুরে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আজিবর খাঁ (৪১) এবং ইসলাম সর্দার (৩২)। লরি চালক-সহ গুরুতর আহত আরও ৪ জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ৪টে নাগাদ তেঁতুলিয়া সেতু থেকে নামার মুখে খাসপুরে চাল-বোঝাই লরির সঙ্গে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা অন্য একটি লরির ধাক্কা লাগে। চাল-বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা আরও একটি লরি, ছোট গাড়ি এবং মোটর বাইকে ধাক্কা মারে। তাতেই মারা যান দু’জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন