Canning

মধ্যরাতে ক্যানিংয়ে ডাকাতির ছক বানচাল করল পুলিশ! গ্রেফতার তিন, উদ্ধার অস্ত্রও

তালদি মাছের আড়তে শনিবার রাতে বড়সড় ডাকাতির ছক কষেছিল একটি দল। সেই দলে ছিলেন ছয় জন। পরিকল্পনা অনুযায়ী, তারা ক্যানিংয়ের খাস কুমড়োখালি এলাকায় জড়ো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:২৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

তালদি মাছের আড়তে বড়সড় ডাকাতির ছক বানচাল করল ক্যানিং থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।

Advertisement

সূত্রের খবর, তালদি মাছের আড়তে শনিবার রাতে বড়সড় ডাকাতির ছক কষেছিল একটি দল। সেই দলে ছিলেন ছয় জন। পরিকল্পনা অনুযায়ী, তারা ক্যানিংয়ের খাস কুমড়োখালি এলাকায় জড়ো হয়। গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ক্যানিং থানার পুলিশ। অভিযানে গ্রেফতার হয় আয়ুব সর্দার, আমিরউদ্দিন সর্দার এবং আব্দুর রহমান হালদার। বাকি তিন জন পুলিশকে আসতে দেখে পালিয়ে যায়। ধৃতদের থেকে প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক, একটি সেভেন এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং ৩৬ রাউন্ড গুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পলাতকদের খোঁজে চলছে তল্লাশি। কী ভাবে এত অস্ত্র এল এলাকায়, কারা এর নেপথ্যে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আদালতে হাজির করিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement