Died While Running

দৌড়োতে দৌড়োতে পড়ে গিয়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের! কামালগাজির স্কুলে শারীরশিক্ষার ক্লাসে অঘটন

স্কুল সূত্রে খবর, মৃত ছাত্রের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রামচন্দ্রপুর এলাকায়। বয়স ১৫ বছর। নাম অর্কদীপ বাগ। শারীরশিক্ষার ক্লাসে দৌড়ে অংশ নিয়েছিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৮:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নবম শ্রেণির শারীরশিক্ষার ক্লাস চলছিল। পড়ুয়াদের দৌড়ের প্রতিযোগিতার মধ্যে অঘটন। দৌড়োতে দৌড়োতে মুখ ঠুকে পড়ে যায় এক ছাত্র। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, মৃত্যু হয়েছে ১৫ বছরের অর্কদীপ বাগের। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি এলাকার নাম করা একটি ইংরেজি মাধ্যম স্কুলে।

Advertisement

স্কুল সূত্রে খবর, মৃত ছাত্রের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রামচন্দ্রপুর এলাকায়। শারীরশিক্ষার ক্লাসে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে। সহপাঠীদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়োতে দৌড়োতে হঠাৎ মাটিতে পড়ে যায় ছাত্রটি। সঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছুটে যান তার কাছে। তখন সংজ্ঞাহীন ছিল অর্কদীপ। পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। দুপুরে স্কুলের কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা অর্কদীপকে মৃত বলে ঘোষণা করেন।

এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে শোকস্তব্ধ মৃত পড়ুয়ার সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা। বাড়িতে খবর পৌঁছোতেই কান্নায় ভেঙে পড়েন অর্কদীপের বাবা-মা, আত্মীয়-স্বজন। তাঁদের দাবি, ছেলের কোনও অসুখ ছিল না। সুস্থ-স্বাভাবিক, ছটফটে ছেলের এ ভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউই। ঠিক কী ঘটেছিল জানার জন্য স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

Advertisement

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে নরেন্দ্রপুর থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, ঠিক কী কারণে তার মৃত্যু হল, কারণ খোঁজা হচ্ছে। স্কুলের সিসিটিভির ফুটেজও হাতে পেয়েছেন তদন্তকারীরা। শিক্ষক এবং পড়ুয়াদের একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী শনিবার অর্কদীপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তার পরেই এ নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement