জলে ভেসে গ্রামে ঢুকল হরিণ

একটি পূর্ণবয়স্ক হরিণকে ধরে বন দফরের হাতে তুলে দিলেন বাসিন্দারা। সোমবার পাথরপ্রতিমায় দুর্বাচটি গ্রামের ঘটনা। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ সপ্তমুখী নদী-লাগোয়া চিনাই জঙ্গল থেকে হরিণটি জোয়ারের সময়ে নদী পার হয়ে ওই গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা দেখেন, চাষের খেতে হাঁটু সমান জলের মধ্যে ঘোরাঘুরি করছে হরিণটি। তাকে ধরে ফেলেন স্থানীয় মানুষজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৫ ০১:০৫
Share:

একটি পূর্ণবয়স্ক হরিণকে ধরে বন দফরের হাতে তুলে দিলেন বাসিন্দারা। সোমবার পাথরপ্রতিমায় দুর্বাচটি গ্রামের ঘটনা। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ সপ্তমুখী নদী-লাগোয়া চিনাই জঙ্গল থেকে হরিণটি জোয়ারের সময়ে নদী পার হয়ে ওই গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা দেখেন, চাষের খেতে হাঁটু সমান জলের মধ্যে ঘোরাঘুরি করছে হরিণটি। তাকে ধরে ফেলেন স্থানীয় মানুষজন।

Advertisement

গ্রামের বাসিন্দা হারুণ রশিদ জানান, হরিণটিকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশ ও বন দফতরকে খবর দিই। বন দফতর সূত্রে জানানো হয়েছে, হরিণটিকে স্বাস্থ্য পরীক্ষার পরে বিকেলেই ধনচি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement