ফেসবুকের বন্ধুরা হাত লাগালেন সমাজসেবাতেও

সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে গেলেন একদল তরুণ-তরুণী। হতদরিদ্র মানুষের হাতে তুলে দিলেন নানা সাহায্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০৯
Share:

সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে গেলেন একদল তরুণ-তরুণী। হতদরিদ্র মানুষের হাতে তুলে দিলেন নানা সাহায্য। প্রায় আড়াই বছর আগে ‘এনি বডি ক্যান ডোনেট’ (এবিসিডি) নামে ওই গ্রুপটি কাজ শুরু করেছিল ফেসবুকে। গ্রুপটির বেশিরভাগ সদস্য কলকাতার বাসিন্দা। গ্রুপটি এখন বাস্তবে জীবনে নানা কাজে হাত দিয়েছে। দিন কয়েক আগে বসিরহাটের লেবুখালি, স্বরূপকাটি, কেতারচক-সহ সুন্দরবনের বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানকার কয়েকজন শিশুকে স্কুলে ভর্তির ব্যবস্থা করেন গ্রুপের সদস্যেরা। গ্রামবাসীদের হাতে তুলে দেন শীতের পোশাক। একদল অপরিচিত তরুণ-তরুণীর থেকে ‘উপহার’ পেয়ে খুবই খুশি গ্রামের লোকজন। আশি বছরের কৃষ্ণামণি মুন্ডা, পঁচাত্তর বছরের ভবানী মুন্ডা, পঁয়ষট্টি বছরের খগেন মুর্মু, পরান বালারা বলেন, ‘‘অনেকেই গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়ে যায়। ভোটের সময়ে নেতারাও অনেক কথা বলেন। কিন্তু পরে আমাদের কথা কেউ মনে রাখে না।’’ অতনু আচার্য নামে এবিসিডির এক সদস্য জানান, সোশ্যাল মিডিয়াকে তাঁরা মানুষের পাশে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান। সুন্দরবনের ওই এলাকার মানুষের দুর্দশার কথা ফেসবুকের মাধ্যমেই জানতে পেরেছিলেন তাঁরা। তারপরেই এলাকায় এসে কাজের সিদ্ধান্ত নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন