TMC

TMC: ব্যারাকপুরের সাংসদ এখানে ঘুরছিলেন কেন? পানিহাটিতে পা রেখে অর্জুনকে তোপ ফিরহাদের

অনুপম দত্ত খুনের ঘটনায় বুধবার পানিহাটিতে যান ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিংহকে নিশানা করেছেন ফিরহাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ২০:৩৯
Share:

অর্জুন সিংহকে নিশানা ফিরহাদ হাকিমের। —ফাইল চিত্র।

পানিহাটির নিহত কাউন্সিলর অনুপম দত্তের বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নিহত অনুপমের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি। ওই খুনের ঘটনায় মঙ্গলবার বিজেপি-কে নিশানা করেন ফিরহাদ। তাঁর নিশানায় ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহও। বিজেপি এ রাজ্যে সুপারি দিয়ে খুন করার প্রবণতা তৈরি করছে বলে অভিযোগ করেন মন্ত্রী।

Advertisement

বুধবার বিকেলে অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্তের সঙ্গে দেখা করতে আগরপাড়ায় গিয়েছিলেন ফিরহাদ। সেখানে তাৎপর্যপূর্ণ ভাবে তিনি মন্তব্য করেন, ‘‘কাকে সরালে তৃণমূলের বোর্ড গঠনে সুবিধা হবে? ব্যারাকপুরের সাংসদ কেন এখানে ঘুরে বেড়াচ্ছিলেন? পুলিশের কাছে রিপোর্ট আছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত দু’জন গ্রেফতার হয়েছে। কিন্তু এর পিছনে কারা আছে? পুলিশের কাছে দাবি করব এটা বার করার।’’ ফিরহাদের বক্তব্য, ‘‘অনুপম মানুষের জন্য, দলের জন্য শহিদ হয়েছেন।’’

বিজেপি-কে নিশানা করে ফিরহাদ বলেন, ‘‘ওরাই খুনখারাপি করাচ্ছে। আর ও (অর্জুন সিংহ) তার মধ্যে ন্যাকা গান গাইছে।’’ ফিরহাদ দাবি করেন, ‘‘অনুপমের উপরেও বিজেপি-তে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। এ ভাবে সুপারি কিলার এনে খুন করা বাংলায় আগে দেখিনি। আন্তঃরাজ্য মাফিয়াচক্র কাজ করছে। রাজনীতির সঙ্গে টাকাকে জড়িয়ে দেওয়া আগে দেখেনি। আমরা পুলিশকে কিছু বলব না। সর্বোচ্চ মাথাকে গ্রেফতার করতে হবে।’’ ধৃতদের নিয়ে ফিরহাদের দাবি, ‘‘ছেলেটি বিজেপি করত। ছেলেটির বিজেপি নেতাদের সঙ্গে ছবি আছে। এই খুনের উদ্দেশ্য কী? তা বার করে যত বড়ই মাথা হোক তাকে সামনে আনতে হবে।’’

Advertisement

অনুপমের স্ত্রী মীনাক্ষীর সঙ্গে দেখা করেন ফিরহাদ। মন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এই পরিবারের পাশে আছেন। কারণ ওঁরা তৃণমূল পরিবারের লোক। মুখ্যমন্ত্রীর হাত ওঁদের মাথার উপর আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন