ফুটবল-জ্বরে কাঁপল সিন্দ্রাণী, জয়ী কমলাবাস

বাগদা ব্লকের সিন্দ্রাণীতে ফুটবল লিগ নিয়ে এমনই উৎসাহ। এখানকার ফুটবল লিগ বেশ পুরনো। নানা কারণে মাঝে প্রায় বারো বছর লিগ বন্ধ ছিল। গত বছর থেকে ফের সিন্দ্রাণী আঞ্চলিক যুব সংস্থার পরিচালনায় ফুটবল লিগ শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগদা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ০১:১৬
Share:

মুহূর্ত: চলছে ম্যাচ। নিজস্ব চিত্র

স্থানীয় দশটি দলকে নিয়ে একমাস ধরে চলে ফুটবল লিগ। আর ওই লিগকে ঘিরে এলাকার মানুষ উৎসবে মেতে ওঠেন। খেলার দিনগুলিতে কাজকর্ম দ্রুত শেষ করে পুরুষেরা মাঠে ভিড় করেন। পিছিয়ে থাকেন না মহিলারাও। তাঁরাও খেলোয়াড়দের উৎসাহ দিতে হাজির হয়ে যান মাঠে। চলে দেদার খাওয়া-দাওয়া। অস্থায়ী দোকান বসে যায়। মাঠের চারপাশে দাঁড়ানো বা বসার জায়গা কম। অনেকে বাড়ি ও মাঠ সংলগ্ন দোকানের ছাদে উঠে খেলা দেখেন। খেলা শেষে জয়ী দলের খেলোয়াড়দের নিয়ে উৎসব চলে।

Advertisement

বাগদা ব্লকের সিন্দ্রাণীতে ফুটবল লিগ নিয়ে এমনই উৎসাহ। এখানকার ফুটবল লিগ বেশ পুরনো। নানা কারণে মাঝে প্রায় বারো বছর লিগ বন্ধ ছিল। গত বছর থেকে ফের সিন্দ্রাণী আঞ্চলিক যুব সংস্থার পরিচালনায় ফুটবল লিগ শুরু হয়েছে।

উদ্যোক্তা সংস্থার সম্পাদক নিখিল বিশ্বাস বলেন, ‘‘এলাকায় ফুটবল খেলাকে আরও ছড়িয়ে দিতে ও প্রতিভা তুলে আনতে ফের আমরা লিগের আয়োজন করছি।’’

Advertisement

এ বার ফুটবল লিগ শুরু হয়েছিল ৯ জুলাই। দশটি দলকে দু’টি গ্রুপে ভাগ করে লিগ কাম নকআউট ভিত্তিতে খেলা হয়েছে। উদ্যোক্তাদের তরফে শুভঙ্কর সাহা বলেন, ‘‘ফুটবল খেলাকে কেন্দ্র করে মানুষের আগ্রহ প্রবল। যে দিনগুলিতে খেলা ছিল না, সাধারণ মানুষ আমাদের কাছে এসে জানতে চাইতেন, কেন সে দিন খেলা থাকল না।’’

রবিবার স্থানীয় সিন্দ্রামী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনালে জয়ী হল স্থানীয় কমলাবাস রামকৃষ্ণ স্মৃতি সঙ্ঘ। তারা টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে বগুলা শিব শক্তি সঙ্ঘকে। নির্দিষ্ট সময়ে দু’টি দল গোলের বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি। ফাইনাল দেখতে প্রায় আট হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

রামকৃষ্ণের বিশ্বজিৎ বিশ্বাস ফাইনাল ও লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি লিগে মোট ৬টি গোল করেছেন। ফাইনালে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দুলাল বর, সিন্দ্রাণী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজনবি মণ্ডল প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন