পুলিশকে মারধর, কাকদ্বীপে ধৃত ৪

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ০২:২৯
Share:

Advertisement

গভীর রাতে ডিজে বাজিয়ে চটুল নাচ চলছিল কাকদ্বীপের ভুবননগরে। পুলিশ বাধা দিতে গেলে গ্রামবাসীরা চড়াও হয়ে মারধর করে এএসআই সঞ্জীব দে’কে। পরে কাকদ্বীপ থানা থেকে বাড়তি পুলিশ ফোর্স গিয়ে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে চার জনকে গ্রেফতার করে। কাকদ্বীপ হাসপাতালে ভর্তি আহত ওই পুলিশকর্মী।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঋষি বঙ্কিম পঞ্চায়েতের ভুবনন‌গর চতুর্থ ঘেরি এলাকায় শুক্রবার রাতে একটি ক্লাবের উদ্যোগে জলসা চলছিল। বিনা অনুমতিতে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলছে বলে খবর পেয়ে সেখানে যান কয়েকজন পুলিশকর্মী। তাঁরা গানবাজনা বন্ধ করতে বলেন। ক্লাব কর্মকর্তারা উচ্চবাচ্য না করলেও ঝামেলা পাকাতে শুরু করে দর্শকেরা।

বচসা হাতাহাতিতে গড়ায়। পুলিশের গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় বলে অভিযোগ। মারধর করা হয় পুলিশকর্মীকে।

শনিবার চার অভিযুক্ত বুদ্ধদেব দাস, গোপাল দাস, বোধিরঞ্জন জানা এবং মহেশ্বর পাত্রকে কাকদ্বীপ আদালতে তোলা হলে প্রথম দুজনকে ৭ দিনের পুলিশি হেফাজত এবং বাকি দু’জনকে জেলহাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement