কৃতিত্ব গদামথুরা স্বাস্থ্যকেন্দ্রের

চলতি বছরে পরিষেবা এবং পরিচ্ছন্নতায় রাজ্যের মধ্যে প্রথম হল দিগম্বরপুরের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কেন্দ্রীয় সরকারের ‘কায়াকল্প’ প্রকল্পে রাজ্যের সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর সমীক্ষা হয়। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রায় ২৫০টি মাপকাঠির উপরে এই বিচার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০১:৩৮
Share:

চলতি বছরে পরিষেবা এবং পরিচ্ছন্নতায় রাজ্যের মধ্যে প্রথম হল দিগম্বরপুরের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কেন্দ্রীয় সরকারের ‘কায়াকল্প’ প্রকল্পে রাজ্যের সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর সমীক্ষা হয়। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রায় ২৫০টি মাপকাঠির উপরে এই বিচার করা হয়। সারা রাজ্যে চারটি কেন্দ্রের নাম সুপারিশ করে পাঠিয়েছিল স্বাস্থ্যভবন। তার মধ্যে গদামথুরা প্রথম হয়েছে বলে সেখান থেকে জানানো হয়েছে।’’ ওই কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক অভীক হাতি জানান, বছরে প্রায় ৮০০টি প্রসব হয়। তা ছাড়াও, প্রায় সব রকমের প্রাথমিক চিকিৎসা, এমনকী, ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement