বিয়ের আসর থেকে উঠে গেল বর, শাস্তি চেয়ে থানায় তরুণী

লোকাচার মেনে পাত্রের দরজা আটকে বাড়ির মেয়ে-বৌরা আবদার করেছিল মাত্র ১০০ টাকা! কিন্তু পাত্রীর বাড়ির মেয়েদের সেই আবদারটুকু রাখতে রাজি ছিল না পাত্রপক্ষ। তারা গোঁ ধরে বসে, ৫০ টাকাই দেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০১:১৭
Share:

লোকাচার মেনে পাত্রের দরজা আটকে বাড়ির মেয়ে-বৌরা আবদার করেছিল মাত্র ১০০ টাকা! কিন্তু পাত্রীর বাড়ির মেয়েদের সেই আবদারটুকু রাখতে রাজি ছিল না পাত্রপক্ষ। তারা গোঁ ধরে বসে, ৫০ টাকাই দেবে। এই নিয়ে তুলকালাম, ঝগড়া, হাতাহাতি। শেষমেশ গোঁসা দেখিয়ে বরযাত্রীদের নিয়ে বেরিয়ে যায় পাত্র। তার আগে অবশ্য সাঁটিয়ে খাওয়া-দাওয়া সেরে ফেলেছে বরের বাড়ির লোকজন। সোমবার রাতের এই ঘটনায় মঙ্গলবার বসিরহাট থানায় অভিযোগ করেছেন পাত্রী। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। স্বামী কয়েক বছর আগে নিখোঁজ হওয়ার পরে দুই সন্তানকে বহু কষ্টে লেখাপড়া শিখিয়েছিলেন মা। মাধ্যম িক পাস মেয়ের বিয়েরও ঠিক করেন। পাত্র আন্দুলপোতার গ্রামের বাসিন্দা। হবু জামাইয়ের চাহিদা ছিল, খাট-বিছানা, শো-কেস, আংটি, মেয়ের কানের দুল দিতে হবে। এ ছাড়াও, বিয়েতে ৮০ জন বরযাত্রী আসবে বলেছিল পাত্রপক্ষ। আত্মীয়-পরিজন এবং প্রতিবেশীদের পাশে পেয়ে সব ব্যবস্থাই করেছিলেন মেয়ের মা। কিন্তু সবটাই জলে গিয়েছে। ওই তরুণী এ দিন বলেন, ‘‘যা হয়েছে ভালই হয়েছে। বিয়ের দিনে যে মানুষটা এমন আচরণ করতে পারে, বিয়ে হয়ে গেলে না জানি আরও কত গঞ্জনা অপেক্ষা করে ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন