আন্দোলনের জেরে বদল ফি বৃদ্ধির সিদ্ধান্ত

ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের চাপে পড়ে পিছু হঠলেন স্কুল কর্তৃপক্ষ। সোমবার সকালে মগরাহাট ২ ব্লকের মহেশপুর স্কুলের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মগরাহাট শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০০:২৭
Share:

ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের চাপে পড়ে পিছু হঠলেন স্কুল কর্তৃপক্ষ। সোমবার সকালে মগরাহাট ২ ব্লকের মহেশপুর স্কুলের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসন সূত্রের খবর, শিক্ষার অধিকার আইন অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা খরচে এবং নবম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৪০ টাকা ভর্তি ফি ধার্য হয়েছে। কিন্তু ওই স্কুল এ বার পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি ফি নিয়েছে সাড়ে ৩০০ টাকা ও নবম-দশম শ্রেণিতে নেওয়া হয়েছে সাড়ে ৪০০ টাকা করে। এরই প্রতিবাদে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও-র নেতৃত্বে জেলা জুড়ে আন্দোলন করে। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ ছাত্রছাত্রী ও অভিভাবকদের অনেকে স্কুলের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যার জেরে স্কুল কর্তৃপক্ষ সভা ডেকে সিদ্ধান্ত নেন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি বাবদ টাকা ফেরত দেওয়া হবে। প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণ মাইতি মোবাইলে বলেন, ‘‘যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছি।’’ এরপরেই ফোন কেটে দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন