—প্রতিনিধিত্বমূলক ছবি।
ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর। সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি লুট করার অভিযোগ উঠল। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ভাঙড় থানার পুলিশ।
সূত্রের খবর, তৃণমূল নেতা জাহাঙ্গির খান জয়নগরের একটি সভা থেকে জানান যে তিনি জয়নগর, যাদবপুর, ডায়মন্ড হারবার লোকসভা এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভার দায়িত্ব পেয়েছেন। তাঁর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও জানান তিনি।
এই সভার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কাইজার আহমেদ এবং তাঁর অনুগামীরা আতশবাজি জ্বালিয়ে উদ্যাপন শুরু করেন। তাঁর কিছুক্ষণ পরেই একদল দুষ্কৃতী এসে তাঁর পার্টি অফিসে ভাঙচুর চালায়।
এর পরেই ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বর্তমানে কাইজার আহমেদের পার্টি অফিস ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।