সীমান্তে ধরা পড়ল ঘোড়া

গরু-মোষের পরে কি এ বার ঘোড়া? পাচারের তালিকায় নতুন সংযোজন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাদুড়িয়া শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০৪:০৮
Share:

উদ্ধার: এই ঘোড়ারাই পাচার হচ্ছিল বাদুড়িয়ায়। বৃহস্পতিবার ছবিটি তুলেছেন নির্মল বসু

গরু-মোষের পরে কি এ বার ঘোড়া? পাচারের তালিকায় নতুন সংযোজন?

Advertisement

বুধবার ভোরে বাদুড়িয়ার সীমান্তবর্তী পূর্ব জয়নগর গ্রামে বিএসএফের হাতে দু’টি ঘোড়া ধরা পড়েছে। জেলা প্রশাসনের অনুমান, বাংলাদেশে পাঠানো হচ্ছিল সে দু’টিকে।
বিএসএফের ১৪৪ নম্বর বিএন ব্যাটালিয়নের জওয়ানেরা ঘোড়া দু’টি বসিরহাট শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। শুল্ক দফতরের সংশ্লিষ্ট শাখার সুপারিন্টেন্ডেন্ট অশোক পাল জানান, ঘোড়া দু’টির দাম প্রায় ৮০ হাজার টাকা। সীমান্ত থেকে এর আগে গরু-মোষ আটক হলেও ঘোড়া কখনও উদ্ধার হয়নি।
উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাসে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে যাওয়া গরু-মোষ আটকানোর জন্য পুলিশ এবং বিএসএফ যৌথ ভাবে উদ্যোগী হয়েছে। সীমান্তবাসীর অভিজ্ঞতায়, আগের মতো প্রকাশ্যে গরু পাচার অনেক কমলেও একেবারে বন্ধ হয়নি। সুন্দরবনের খাড়ি দিয়ে গভীর রাতে পাচার চলছে। সম্প্রতি সুন্দরবনের জঙ্গল-লাগোয়া এলাকায় বাংলাদেশি বজরা-ভর্তি গরু ধরতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে জওয়ানদের গুলি বিনিময় হয়। ৭০টি গরু ধরা পড়ে।
পুলিশের একটি সূত্রের দাবি, কলকাতার দিক থেকে আসা গরু-মোষ বাসন্তী রাস্তা হয়ে সরবেড়িয়া, ধামাখালি, সন্দেশখালি হয়ে জঙ্গল পথে বাংলাদেশে যাচ্ছে। এরই মধ্যে আবার ঘোড়া পাচার শুরু হওয়ায় চিন্তিত পুলিশ।
ঘোড়া কেন পাচার হচ্ছিল, মাংস খাওয়ার জন্য নাকি রেসের মাঠে নামানোর জন্য নাকি গাড়ি টানার জন্য, তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন