স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্ত্রী

ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার আটঘরা গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০২:১৪
Share:

ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার আটঘরা গ্রামে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশ বছর আগে কৃষকের ছেলে আনিসুরের সঙ্গে বিয়ে হয় বনগাঁর শাকদহ গ্রামের ওই মহিলার। তাঁদের দুই সন্তান। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিবাদ শুরু হয়। কয়েক বছর ধরে স্বরূপনগরের নিশ্চিন্দিপুর গ্রামের এক যুবকের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। এই নিয়ে তাঁদের মধ্যে প্রায়শই অশান্তি হতো। ঘটনাটি পঞ্চায়েত পর্যন্ত পৌঁছয়। গ্রামে সালিশি সভা করে বিষয়টি মেটানোর চেষ্টাও করা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।

এ দিন রাতে মৃতের বাড়ির কাছে নিশ্চিন্দপুরের ওই যুবক তার বন্ধুদের সঙ্গে এসেছিল। অভিযোগ, তারা ওই মহিলার স্বামীকে নানা ভাবে শাসিয়ে যায়। এরপরেই রাত ১১টা নাগাদ ঘরের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Advertisement

এই ঘটনার পরে ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতের স্ত্রীকে মারধরের চেষ্টা করে। তাঁকে একটি ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখা হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

মৃতের মামা জানান, ওই মহিলা সালিশি সভায় মুচলেকা দেয়, সে আর নিশ্চিন্দপুরের যুবকের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবে না। তাঁর কথায়, ‘‘এরপরেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওই দিন আমবাগানে ওই যুবকেরাই ভোজালি দেখিয়ে খুনের হুমকি দেয় আমার ভাগ্নেকে। এরপরেই ও আত্মহত্যা করে।’’ তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মৃতের স্ত্রী। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement