গ্রেফতার দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ধৃত এক ডাকাতকে জেরা করে গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবন কোস্টাল থানার পুঁইজালি সর্দারপাড়ায়। পুলিশ জানিয়েছে, গত অগস্ট মাসে সুন্দরবন কোস্টাল থানা এলাকায় এক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুশান্ত সর্দার নামে এক জনকে গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০১:৪৪
Share:

ক্যানিঙে উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র।

ধৃত এক ডাকাতকে জেরা করে গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবন কোস্টাল থানার পুঁইজালি সর্দারপাড়ায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত অগস্ট মাসে সুন্দরবন কোস্টাল থানা এলাকায় এক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুশান্ত সর্দার নামে এক জনকে গ্রেফতার করা হয়েছিল। এসওজি এবং পুলিশ মিলে ধৃতকে জেরা করে। তার পর এ দিন সন্ধ্যায় পুঁইজালি থেকে ৪টি একনলা বন্দুক, ১২ বোরের ৩০ টি গুলি, ৮ বোরের ১৯টি গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যাতেই সুন্দরবন কোস্টাল থানার পীরখালির কাছেই খোনাখালি জঙ্গল থেকে অস্ত্র-সহ দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রুহুল কুদ্দুস লস্কর এবং তরিকুল মোড়ল। রুহুলের বাড়ি কুলতলি থানার মেরিগঞ্জ ফাইভ এলাকায় এবং তরিকুলের বাড়ি বাংলাদেশের খুলনা। তাদের থেকে ২৮ রাউন্ড গুলি, একটি দোনলা বন্দুক উদ্ধার। পুলিশের অনুমান, ওই জঙ্গলে আরও দুই দুষ্কৃতী লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং বন দফতর। তারা সকলেই ট্রলারে ডাকাতির জন্য জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের।

অন্য দিকে, নদিয়ার চাপড়া থেকেও আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা নদিয়ার চাপড়ার পুকুরিয়ার বাসিন্দা সাইদুল বিশ্বাস, নাকাশিপাড়ার বীরপুরের বাসিন্দা সামাদ শেখ এবং দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা এলাকার বাসিন্দা জনি সর্দার। মঙ্গলবার রাতে চাপড়ার তিলকপুর এলাকার রাস্তায় বাসিন্দারা সন্দেহজনক ভাবে ওই তিন জনকে ঘোরাফেরা করতে দেখেন। তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করে। এর পর তল্লাশি চালাতেই সইফুলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। গ্রামবাসী তিন জনকে বেঁধে ফেলে। ডাকাতি করতে তারা জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন