জ্যোতিপ্রিয় মল্লিক। ফাইল চিত্র।
নাম না করেই দলত্যাগী নেতা মুকুল রায়কে ‘গদ্দার’ বলে ভর্ৎসনা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার গোপালনগরে বনগাঁ ব্লক তৃণমূলের রাজনৈতিক কর্মী সম্মেলনে এসেছিলেন জ্যোতিপ্রিয়। সেখানেই তাঁরা বার্তা, তৃণমূলে থেকে যারা দুধের সর খেয়ে এখন দলের সঙ্গে গদ্দারি করছে, তাঁদের চিহ্নিত করতে হবে। কর্মীদের এমন ‘বেইমান’দের ক্ষমা না করার আহ্বানও জানান তিনি।
এ দিনের কর্মী সভায় বিজেপি-র বিরুদ্ধেও সরব হয়েছেন জ্যোতিপ্রিয়। তাঁর অভিযোগ, ‘‘বনগাঁতে সমাজবিরোধীদের দলে নিয়েছে বিজেপি। তারা তৃণমূল নেতাদের খুনের পরিকল্পনা করছে।’’ সভায় উপস্থিত তৃণমূলের বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসও একই অভিযোগ করেছেন। যদিও জেলা বিজেপির পক্ষ থেকে এমন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দলের জেলা সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কারা সমাজ বিরোধীদের দলে নিয়েছে তা রাজ্যের মানুষ জানেন। জ্যোতিপ্রিয়বাবু ওই সব বলে বাজার গরম করতে চাইছেন।’’
পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠন মজবুত করার লক্ষ্যেই এ দিন কর্মী সভার আয়োজন করা হয়। হাজার পাঁচেক কর্মীর জমায়েতের সামনে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘যাঁরা এখন পঞ্চায়েতের সদস্য রয়েছেন, দুর্নীতির অভিযোগ না থাকলে তাঁরা সকলেই ফের ভোটে দলীয় টিকিট পাবেন।’’