Fake Call Centre

Fake Call Center: চাকরি দেওয়ার নাম করে প্রতারণা! সোদপুরে ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার সাত

পুলিশ জানিয়েছে, সোদপুরে একটি বাড়ির একতলার পিছনের অংশে ভাড়া নিয়ে এই কল সেন্টার খোলা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়দহ শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৫:৫৮
Share:

প্রতীকী ছবি।

উত্তর ২৪ পরগনার সোদপুরে ভুয়ো কল সেন্টারের হদিশ পেল খড়দহ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে সেখানে হানা দেন পুলিশকর্মীরা। সেখান থেকে নিয়োগ সংক্রান্ত অনেক কাগজপত্র এবং বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চার মহিলা-সহ সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিভিন্ন সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করেই চালানো হত ওই কল সেন্টার।

Advertisement

পুলিশ জানিয়েছে, সোদপুর এলাকায় একটি বাড়ির একতলার পিছনের অংশে ভাড়া নিয়ে এই কল সেন্টার খোলা হয়েছিল। দিন ১৫ আগে খোলা হয় সেন্টারটি। বিমান সংস্থা-সহ বিভিন্ন নামী সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হত এই কল সেন্টারের মাধ্যমে। পুলিশ জানতে পেরেছে, আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা নেওয়া হত। সেই টাকা পেলেই ‘প্রসেসিং ফি’-এর নাম করে ৫ হাজার টাকা চাওয়া হত। এ ভাবেই চলত প্রতারণা। বিভিন্ন সংবাদপত্র এবং ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রার্থীদের প্রলুব্ধ করত প্রতারকরা।

ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার খবর পেয়ে হানা দেয় পুলিশ। সেখান থেকে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের তোলা হয়েছে ব্যারাকপুর আদালতে। ওই কল সেন্টার ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। এই চক্রের মূল পান্ডারও খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন