পরীক্ষার মরসুমে মাইক বাজিয়ে সভা তৃণমূলের

এখনও শেষ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারই মধ্যে শনিবার মাইক বাজিয়ে সভা করল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০১:৪৮
Share:

• দাপাদাপি: ডায়মন্ড হারবারে। নিজস্ব চিত্র।

এখনও শেষ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারই মধ্যে শনিবার মাইক বাজিয়ে সভা করল তৃণমূল।

Advertisement

ডায়মন্ড হারবার ১ ব্লক তৃণমূল সভাপতির উদ্যোগে সকালে শহরের একটি প্রেক্ষাগৃহে বর্ধিত কর্মিসভা হয়েছে। হলের সামনে থেকে দেড়শো মিটার দূর পর্যন্ত চারটি মাইক লাগানো হয়েছিল। বেলা ২টো থেকে সভা শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ১০টার পর থেকেই প্রায় সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলেছে। কয়েকশো কর্মী-সমর্থক এসেছিলেন।

পরীক্ষার মরসুমে মাইক বাজিয়ে সভা নিয়ে বিস্মিত স্থানীয় বাসিন্দাদের অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দার কথায়, ‘‘শাসক দলের সভার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস কারও নেই।’’

Advertisement

ব্লক সভাপতি উমাপদ পুরকাইতের বক্তব্য, ‘‘আমরা প্রেক্ষাগৃহের মধ্যে সভা করেছি পুলিশের অনুমতি নিয়েই। বাইরে কোনও মাইক ছিল না।’’

কী বলছে প্রশাসন?

মহকুমাশাসক শান্তনু বসু বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখব।’’ পুলিশ জানায়, হলের মধ্যে সভা করার অনুমতি ছিল। বাইরে মাইক ছিল কিনা, তা জানা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন