সোনারপুরে মানসিক অবসাদে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে মাধ্যমিক পরীক্ষার্থীর নগ্ন ছবি বানিয়ে তা সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। অপমানে ওই ছাত্রী আত্মহত্যা করেছে, দাবি পরিবারের। এক যুবক-সহ বেশ কয়েক জন প্রতিবেশীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কিশোরীর মা। সামনের বছর তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষায় আর বসা হল না।
স্থানীয় সূত্রে খবর, সোনারপুরে মামাবাড়িতে থাকত কিশোরী। বৃহস্পতিবার রাতে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফ থেকে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তার মা। পুলিশ সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোটও।
পরিবারের অভিযোগ, এলাকার এক যুবক নিয়মিত উত্ত্যক্ত করতেন কিশোরীকে। তার কিছু ছবি সংগ্রহ করে এআই-এর সাহায্যে তা নগ্ন করে দেওয়া হয়। তার পর তা একাধিক সমাজমাধ্যম প্লাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়। অভিযুক্ত যুবক বিবাহিত। অভিযোগ, তাঁর স্ত্রী, মা এবং আরও কয়েক জন কিশোরীকে হেনস্থা করেছেন। এমনকি, বাড়িতে এসেও চোটপাট করে গিয়েছেন। গত কয়েক দিন ধরে এই সমস্ত কারণে কিশোরী মনমরা হয়ে থাকত। রাস্তায় বেরোতে পারত না। কারও সঙ্গে তেমন কথাও বলত না। মায়ের কাছে সে জানিয়েছিল, অভিযুক্তেরা তাকে ব্ল্যাকমেল করছে। মানসিক অবসাদের কারণেই সে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, দাবি পরিবারের।
কিশোরীর মাসি জানিয়েছেন, স্কুল থেকে ফেরার পর সন্ধ্যায় বাড়িতে কিছু ক্ষণের জন্য সে একা ছিল। তখনই এই কাণ্ড ঘটিয়েছে। মাসিই জানলা দিয়ে কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পান। তার পর দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়।