শিক্ষিকা-নিগ্রহে অভিযুক্ত শিক্ষক

এক সহ-শিক্ষিকাকে নিগ্রহের অভিযোগ উঠেছে খড়দহের একটি স্কুলের টিচার ইন-চার্জের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে খড়দহ থানায় ওই শিক্ষকের নামে লিখিত অভিযোগ করেন সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠের (বালক বিভাগ) শিক্ষক-শিক্ষিকারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০২:১৬
Share:

এক সহ-শিক্ষিকাকে নিগ্রহের অভিযোগ উঠেছে খড়দহের একটি স্কুলের টিচার ইন-চার্জের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে খড়দহ থানায় ওই শিক্ষকের নামে লিখিত অভিযোগ করেন সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠের (বালক বিভাগ) শিক্ষক-শিক্ষিকারা।

Advertisement

ওই স্কুলের শিক্ষকদের অভিযোগ, টিচার্স রুমে বসে সহ-শিক্ষিকাদের সামনেই অশালীন আচরণ ও কটূক্তি করেন পিনাকী পাল নামে ওই টিচার ইন-চার্জ। অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় পিনাকীবাবু ওই সহ-শিক্ষিকাকে হুমকি দেন এবং তাঁর গায়ে হাত তোলেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নিজেদের মধ্যে আলোচনা করার পরে মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন। নিগৃহীতা শিক্ষিকা ইতিহাস পড়ান। বুধবার বিষয়টি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও জানান ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। সুনন্দা ভট্টাচার্য নামে এক শিক্ষিকা বলেন, ‘‘আমরা একই স্কুলে চাকরি করি। উনি কয়েক মাস হল টিআইসি (টিচার ইন-চার্জ) হয়েছেন। কিন্তু যে ভাবে কাজ করছেন, তাতে আমরা আশঙ্কা করছি, স্কুলটা বন্ধই না হয়ে যায়।’’

স্কুলের অভিভাবকদেরও একাংশের অভিযোগ, টিআইসি-র সঙ্গে বাকি শিক্ষকদের সমস্যার কথা এখন ছাত্ররাও জানে। কী বলছেন অভিযুক্ত শিক্ষক? পিনাকীবাবু বলেন, ‘‘আমার বিরুদ্ধে অন্য শিক্ষকেরা কী অভিযোগ করেছেন, তা আমার জানা নেই। টিআইসি হলেও আমি তো কারও সঙ্গে আলাদা ব্যবহার করি না। প্রত্যাশাও করি না। তার পরেও যদি অভিযোগ হয়ে থাকে, সেটা ওঁদের ব্যাপার।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন