Bagda Death Case

‘১৬ বছরের প্রেম ভেঙে বিয়ে করছে’, আত্মঘাতী প্রেমিক! তরুণীর বাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ, ভাঙচুর

স্থানীয় সূত্রে খবর, বাগদার বাসিন্দা বছর ত্রিশের চিরঞ্জিৎ বৈরাগীর সঙ্গে দীর্ঘ দিনে সম্পর্ক ছিল সুরভী দাসের (নাম পরিবর্তিত)। ওই তরুণী পুলিশে চাকরি করেন। চিরঞ্জিৎ কাজের সূত্রে থাকতেন ভিন্‌রাজ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১২:২৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ভেঙে বেরিয়ে গিয়েছেন প্রেমিকা। তাঁর অন্যত্র বিয়ে ঠিক হয়েছে শুনে আত্মঘাতী হলেন প্রেমিক। ‘প্রাক্তনের’ বাড়ির সামনে যুবকের দেহ রেখে বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনেরা। উঠল বাড়িঘর ভাঙচুরের অভিযোগ। শনিবার ওই নিয়ে শোরগোল উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। মৃতের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বাগদার বাসিন্দা বছর ত্রিশের চিরঞ্জিৎ বৈরাগীর সঙ্গে দীর্ঘ দিনে সম্পর্ক ছিল সুরভী দাসের (নাম পরিবর্তিত)। ওই তরুণী পুলিশে চাকরি করেন। চিরঞ্জিৎ কাজের সূত্রে থাকতেন ভিন্‌রাজ্যে। সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি হয় এবং ছাড়াছাড়ি হয়ে যায় দু’জনের। শনিবার গভীর রাতে নিজের ঘরে গলায় দড়ি দেন চিরঞ্জিৎ।

মৃতের পরিবারের দাবি, প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া এবং অন্যত্র তাঁর বিয়ে হচ্ছে, এটা মানতে পারেননি যুবক। চিরঞ্জিতের বাড়ির এক সদস্যের কথায়, ‘‘দীর্ঘ ১৬ বছর ধরে ওরা প্রেম করেছে। চিরঞ্জিতের জন্য বেশ কয়েকটি সম্বন্ধ এসেছিল। ও মেয়ে তখন ওকে বিয়ে করতে দেয়নি। এখন চিরঞ্জিৎকে ছেড়ে নিজে অন্যকে বিয়ে করছে। এটা মেনে নিতে পারেনি চিরঞ্জিৎ।’’ ওই ব্যক্তি আরও জানান, গত বৃহস্পতিবার চিরঞ্জিতের প্রাক্তন প্রেমিকার আশীর্বাদ হয়েছে। তখন ওই যুবক ভিন্‌রাজ্যে ছিলেন। ওই খবর পেয়ে শনিবার বাড়ি ফেরেন তিনি। এবং তার পরেই আত্মহত্যা করেছেন।

Advertisement

রবিবার সকালে চিরঞ্জিতের মৃত্যুর খবর পাঁচকান হতেই শুরু হয় শোরগোল। প্রতিবেশী এবং বন্ধুরা ওই তরুণীর বাড়ি গিয়ে ভাঙচুর চালান বলেন অভিযোগ। শেষমেশ বাগদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পুলিশের এক আধিকারিক জানান, লিখিত অভিযোগ পেলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। এখন যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

মৃতের মা পূর্ণিমা বৈরাগীর মন্তব্য, ‘‘দীর্ঘ ১৬ বছর ধরে ওই মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেম ছিল। ছেলের একাধিক বার বিয়ে ঠিক করেছি। তখন ওই মেয়ে বিয়ে করতে দেয়নি আমার ছেলেকে। আমার একমাত্র সম্বল, আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি চাই, ওই মেয়ের শাস্তি হোক।’’ অন্য দিকে, তরুণীর বাবার দাবি, এক সময়ে চিরঞ্জিতের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর মেয়ের। কিন্তু অনেক আগে সেই সম্পর্ক ভেঙে যায়। এখন যে অভিযোগ করা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা। তাঁর অভিযোগ, ‘‘সকালে কয়েক জন লোক এসে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। ওই যুবকের মৃতদেহ নিয়ে এসেছিল ওরা। পুলিশ এসে সব সামলেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement