যুবককে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার কীর্তনিয়া

যুবকের উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক কীর্তনিয়া। রবিবার রাতে হাবড়া থানার পুলিশ কৃষ্ণ দাস  নামে বছর তিরিশের ওই যুবককে গ্রেফতার করেছে। সোমবার কৃষ্ণকে বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৮ ০১:৩৬
Share:

ধৃত: কৃষ্ণ দাস। নিজস্ব চিত্র

যুবকের উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক কীর্তনিয়া। রবিবার রাতে হাবড়া থানার পুলিশ কৃষ্ণ দাস নামে বছর তিরিশের ওই যুবককে গ্রেফতার করেছে। সোমবার কৃষ্ণকে বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

এলাকার লোক তাঁকে চেনে ‘পাঠক’ নামে। কপালে চন্দনের তিলক। পরনে সাদা পাজামা-পাঞ্জাবি। জায়গায় জায়গায় ভাগবতপাঠ, কীর্তন গেয়ে বেড়ান হাবড়ার হিজলপুকুর বটতলার বাসিন্দা কৃষ্ণ। তাঁর বিরুদ্ধে অশোকনগরের বছর কুড়ির এক যুবক পুলিশের কাছে রবিবার অভিযোগ করেছেন। তাঁর দাবি, ১৮ মে রাতে কৃষ্ণ তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠান। এরপরে তাঁর উপরে যৌন নির্যাতন চালানো হয়। অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। তাঁকে চিকিৎসকের কাছে যেতে হয়। পুলিশের কাছে নির্যাতিত যুবক দাবি করেছেন, তাঁর উপরে আগেও এ ধরনের অত্যাচার চালিয়েছিলেন কৃষ্ণ। কারও কাছে মুখ না খোলার জন্য শাসানোও হয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অতীতেও কৃষ্ণ কয়েকজন যুবকের সঙ্গে এ ধরনের আচরণ করেছিলেন কৃষ্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement