ভুয়ো মেল খুলে পুলিশের তথ্য জানার চেষ্টা, ধৃত

বাদুড়িয়া ছাড়াও স্বরূপনগর, শাসন, ন্যাজাট, দেগঙ্গা, হাসনাবাদ-সহ ইতিমধ্যেই বেশ কয়েকটি থানার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে পুলিশের গোপন তথ্য জানার চেষ্টা করেছিলেন এক যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ০৬:২০
Share:

ধৃত: বাদুড়িয়ায়। নিজস্ব চিত্র

সীমান্তবর্তী থানার পুলিশকর্তাদের নামে ভুয়ো মেল আইডি খুলে জরুরি তথ্য হাতানোর চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ। ধৃতকে রবিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

বাদুড়িয়ার জঙ্গলপুর গ্রামের ওই যুবকের নাম মহম্মদ ফারুকউদ্দিন। শনিবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে ধরে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ওই যুবক জানিয়েছেন, বাদুড়িয়া ছাড়াও স্বরূপনগর, শাসন, ন্যাজাট, দেগঙ্গা, হাসনাবাদ-সহ ইতিমধ্যেই বেশ কয়েকটি থানার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে পুলিশের গোপন তথ্য জানার চেষ্টা করেছিলেন তিনি। তবে কেন এমন কাণ্ড ঘটালেন ওই যুবক, তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে।

কয়েক মাস আগে ফারুকউদ্দিন বসিরহাটের বিভিন্ন থানার পুলিশকর্তাদের নামে ভুয়ো আইডি ব্যবহার করে থানার গুরুত্বপূর্ণ নথি হাতানোর চেষ্টা শুরু করে বলে অভিযোগ। থানার নিজস্ব মেল থাকা সত্ত্বেও নতুন মেল দেখে সন্দেহ হয় স্পেশ্যাল অপারেশন গ্রুপের। তাঁদের পক্ষে ঘটনাটি জানানো হয় সংশ্লিষ্ট থানা আধিকারিকদের। মে মাসে বাদুড়িয়া থানার পক্ষে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়। কারা কোথা থেকে থানার অফিসারদের নামে মেল খুলেছে, তার তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়, বছর তিরিশের ফারুকউদ্দিনই আছে এর পিছনে। তবে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ছেলেটি কী করে এমন কাণ্ড ঘটাল, তা ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদেরও। এর পিছনে অন্য কোনও ব্যক্তি বা সংগঠনের মাথা কাজ করছে কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

এক পুলিশ আধিকারিক জানান, ফারুকউদ্দিন ভুয়ো মেল ব্যবহার করে বিভিন্ন থানার ওসিদের নাম করে গুরুত্বপূর্ণ সব নথি জানতে চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেল পাঠাত। তার কার্যকলাপ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই অভিযান চালানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement