Bongaon Blackmail And Fraud Case

বিবাহবিচ্ছিন্নার সঙ্গে ঘনিষ্ঠতার পরে হুমকি, লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে বনগাঁয় গ্রেফতার যুবক

অভিযোগকারিণীর দাবি, কান্দির এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল সমাজমাধ্যমে। সেখানে আলাপের সূত্র ধরে পরে তাঁরা দেখা করেন এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ওই যুবতী বিবাহবিচ্ছিন্না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৪:১৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ঘনিষ্ঠতার সময় আপত্তিকর ছবি তুলে যুবতীকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। একই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনা বনগাঁ থানা এলাকার ঘটনা। অভিযুক্তের বাড়ি মুর্শিদাবাদের কান্দি এলাকায়।

Advertisement

অভিযোগকারিণীর দাবি, কান্দির এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল সমাজমাধ্যমে। সেখানে আলাপের সূত্র ধরে পরে তাঁরা দেখা করেন এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ওই যুবতী বিবাহবিচ্ছিন্না। তাঁর অভিযোগ, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন ‘প্রেমিক’। কিন্তু পরে ব্ল্যাকমেল করতে শুরু করেন। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে সেগুলি ভাইরাল করে দেওয়ার হুমকি দেন যুবক। লোকলজ্জার ভয়ে প্রথমে তিনি যুবককে কিছু টাকা দেন।

কিন্তু টাকার জন্য চাপ ক্রমশ বাড়াতে থাকেন ওই যুবক। সেই সঙ্গে হুমকি। ওই ভাবে তাঁর কাছ থেকে এ পর্যন্ত তিন লক্ষ টাকা নিয়েছেন বলে দাবি করেছেন মহিলা। বনগাঁ থানার পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্রে মহিলা জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং অশ্লীল ছবি তুলে বিভিন্ন সময় তাঁকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়েছেন মুর্শিদাবাদের যুবক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তারা পদক্ষেপ করেছে। শুক্রবার রাতে বাড়ি থেকে মুর্শিদাবাদের যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement