অশোকনগরে দম্পতি আত্মঘাতী

গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় ঘরের সিলিং ফ্যান থেকে এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে অশোকনগরের কাঁকপুল পালপাড়া এলাকা থেকে পুলিশ আকাশ দে (১৯) এবং তিয়াষা পাল (১৭) নামে ওই দু’জনের দেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৭:২৯
Share:

গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় ঘরের সিলিং ফ্যান থেকে এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ।

Advertisement

রবিবার দুপুরে অশোকনগরের কাঁকপুল পালপাড়া এলাকা থেকে পুলিশ আকাশ দে (১৯) এবং তিয়াষা পাল (১৭) নামে ওই দু’জনের দেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। পুলিশের অনুমান, সাংসারিক অশান্তির জেরে দম্পতি আত্মঘাতী হয়। পুলিশ জানায়, কাঁকপুলে তিয়াষার বাপেরবাড়ি। মাস কয়েক আগে কচুয়া মোড় এলাকার বাসিন্দা আকাশের সঙ্গে তার বিয়ে হয়। দু’বাড়ির লোকেরা প্রথমে আপত্তি জানালেও পরে বিয়ে মেনে নেন। কিন্তু শ্বশুরবাড়িতে অশান্তির জেরে মায় দেড়েক আগে তিয়াষা বাপেরবাড়ি চলে আসে। রবিবার সকালে আকাশ শ্বশুরবাড়িতে আসে। তখন স্ত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement