নির্বাচন নিয়ে বৈঠক

শনিবার জেলাশাসকের দফতরে আয়োজিত এই বৈঠকে ছিলেন জেলাশাসক সঞ্জয় বনশল, পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী-সহ পদস্থ আধিকারিকেরা। এ দিনের বৈঠকে জেলা প্রশাসনের কর্তারা জানান, জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

, চুঁচুড়া: শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০১:৩৫
Share:

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করল হুগলি জেলা প্রশাসন।

Advertisement

শনিবার জেলাশাসকের দফতরে আয়োজিত এই বৈঠকে ছিলেন জেলাশাসক সঞ্জয় বনশল, পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী-সহ পদস্থ আধিকারিকেরা। এ দিনের বৈঠকে জেলা প্রশাসনের কর্তারা জানান, জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। এ বারের বিধানসভা নির্বাচনে হুগলিতে মোট ভোটারের সংখ্যা ৪২,৭১০৫৭। তার মধ্যে পুরুষ ২১,৯৬০০১, মহিলা ২০,৭৫০০৬ এবং অন্যান্য রয়েছেন ৫০ জন। জেলা জু়ড়ে মোট ৫১৫০টি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। আপাতত ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় এসেছে। স্পর্শকাতর এলাকায় বাহিনীর টহলদারিও শুরু হয়ে গিয়েছে। ৭ই মার্চ আরও ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাওয়ার কথা।

জেলাশাসক সঞ্জয় বনশল বলেন, ‘‘নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটগ্রহণ কেন্দ্রগুলির উপর কড়া নজরদারি চালাবে বাহিনী।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন