টাকা এসেও লাভ হল না, বেহাল ফিস ল্যান্ডিং ঘাট

মৎস্যজীবীরা জানান, বছর চারেক আগেই ঘাটটি সংস্কার হওয়ার কথা ছিল। অনুমোদন হওয়ার পর থেকে টাকাও পড়ে রয়েছে। ঝুঁকি নিয়ে ওই ঘাট দিয়ে মাছ ওঠানো নামানোর কাজ চলছে। তবে মৎস্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Advertisement

শান্তশ্রী মজুমদার

নামখানা শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০১:২১
Share:

ভগ্নপ্রায়: ফিস ল্যান্ডিং ঘাট। নিজস্ব চিত্র

ট্রলার থেকে মাছ নামানোর তিনটি র‌্যাম্পই ভাঙা। ট্রলার আসার পর মাছ নামাতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছেন মৎস্যজীবীরা। তা সত্ত্বেও ফিস ল্যান্ডিং ঘাটটি সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ।

Advertisement

মৎস্যজীবীরা জানান, বছর চারেক আগেই ঘাটটি সংস্কার হওয়ার কথা ছিল। অনুমোদন হওয়ার পর থেকে টাকাও পড়ে রয়েছে। ঝুঁকি নিয়ে ওই ঘাট দিয়ে মাছ ওঠানো নামানোর কাজ চলছে। তবে মৎস্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

দক্ষিণ ২৪ পরগনার সামুদ্রিক মাছের সিংহভাগই আসে নামখানা মৎস্য বন্দর দিয়ে। গত অর্থবর্ষে সহ মৎস্য অধিকর্তা (ডায়মন্ড হারবার) এর দফতর থেকে সেগুলি সারানোর প্রস্তাব গিয়েছিল রাজ্য সরকারের কাছে। প্রাথমিক ভাবে ২৮ লক্ষ টাকার অনুমোদনও মেলে রাজ্য সরকারের কাছ থেকে। কিন্তু ওই টাকা ডায়মন্ড হারবারে আসার বদলে চলে যায় আলিপুরে। সরকারের ভুল নির্দেশেই ওই টাকা আলিপুরে গিয়েছিল বলে প্রশাসনের একটি সূত্রের খবর। পরে আলিপুর থেকে থেকে তা ফেরত দেওয়া হয়। কিন্তু এখন টাকা কোথায় রয়েছে, ডায়মন্ড হারবার বা আলিপুরের কোনও মৎস্য কর্তাই তা বলতে পারছেন না।

Advertisement

ও দিকে, ঘাটের সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ মৎস্যজীবীরা। সাউথ সুন্দরবন মৎস্যজীবী সংগঠনের নেতা মোজাম্মেল খান বলেন, ‘‘মৎস্যজীবী এবং শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে এ ভাবে প্রহসন করছে সরকার। টাকা এসেও কাজ হয় না এ রকম কোনও দিন শুনিনি।’’ মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, টাকা এলে পশ্চিমবঙ্গ মৎস্য উন্নয়ন নিগম ওই কাজ করবে। তবে তা শুরু করতে তা বর্ষার পেরিয়ে যাবে। মৎস্যজীবীদের প্রশ্ন, যখন পুরোদমে ঘাটে মাছ নামানোর কাজ চলবে, সে সময়ে কী ভাবে র‍্যাম্প তৈরি করা যাবে?

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাঁর কথায়, ‘‘দাবির কথা জানি। খোঁজ-খবর নিয়ে দেখছি। তারপরেই বলতে পারব এ বিষয়ে।’’

প্রশাসনের একটি সূত্রের দাবি, টাকা পড়ে রয়েছে ট্রেজারিতেই। কারণ দফতর থেকে ওই টাকা সঠিক জায়গায় পাঠানোর কোনও চেষ্টা গত কয়েক মাসে আর করা হয়নি। তাই অনুমোদন হওয়ার পরে টাকা থাকলেও ঘাট সংস্কারের কাজ শুরু করা যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন