— প্রতিনিধিত্বমূলক ছবি।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যেরা। তবে কী কারণে ওই কিশোরী এমন কাণ্ড ঘটাল, তা স্পষ্ট নয়। পড়াশোনার চাপ, না কি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার বাইনারা গ্রামে।
মৃতার নাম রিনি ধারা। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিল সে। বাবা, মা-সহ পরিবারের অন্য সদস্যেরা প্রতিবেশীদের বাড়ি গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাড়ির মূল ফটক খোলা। তবে রিনি যে ঘরে থাকত, সেটা ভিতর থেকে বন্ধ। বার বার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি রিনির। তখনই সন্দেহ হয় সকলের। ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে সকলে দেখেন, গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে রিনির দেহ। ওই অবস্থা থেকে তাকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
আত্মহত্যা, না কি ওই কিশোরীর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। মৃতার বাবা রবীন্দ্রনাথ ধারা জানান, কেন তাঁর কন্যা এমন কাণ্ড ঘটাল, তা বুঝতে পারছেন না। তাঁর কথায়, ‘‘সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না রিনি। পড়াশোনায় ভালই ছিল।’’ রিনির অস্বাভাবিক মৃত্যুতে দিশাহারা পরিবার। হাসনাবাদ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।