Police

ভাঙড়-সহ দক্ষিণের কয়েকটি থানার ওসি বদল, বিতর্ক

উৎসবের মরসুমের মধ্যেই এই রদবদল নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে গুঞ্জন। সম্প্রতি ভাঙড়ের বিভিন্ন এলাকায় পিরজাদা আব্বাস সিদ্দিকীর অনুগামীদের সঙ্গে শাসকদলের একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড় শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০৩:০১
Share:

প্রতীকী চিত্র।

বারুইপুর পুলিশ জেলার বেশ কয়েকটি থানার ওসি রদবদল করা হল সোমবার। ভাঙড় থানার ওসি চন্দ্রশেখর ঘোষালকে বদলি করা হল ক্যানিং মহাকুমার ঝড়খালি কোস্টাল থানায়। তাঁর জায়গায় ভাঙড় থানায় আসছেন জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ। ঝড়খালি কোস্টাল থানার ওসি প্রশান্ত দাসকে জীবনতলা থানার ওসি করা হয়েছে। গোসাবা থানার ওসি অভিজিৎ পালকে বদলি করা হয়েছে বকুলতলা থানায়। বকুলতলা থানার ওসি সৌমেন বিশ্বাসকে গোসাবা থানায় বদলি করা হয়েছে।

Advertisement

উৎসবের মরসুমের মধ্যেই এই রদবদল নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে গুঞ্জন। সম্প্রতি ভাঙড়ের বিভিন্ন এলাকায় পিরজাদা আব্বাস সিদ্দিকীর অনুগামীদের সঙ্গে শাসকদলের একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। শাসকদলের দলীয় কার্যালয় ভাঙচুর এবং কর্মীদের মারধরের অভিযোগ ওঠে আব্বাস অনুগামীদের বিরুদ্ধে। ক্রমাগত এই গোলমালের জেরেই ভাঙড় থানার ওসি বদল বলে মনে করছেন অনেকেই। গোসাবাতেও সম্প্রতি একাধিক গোলমাল-সংঘর্ষ হয়েছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার ঘোষ বলেন, “ভাঙড়, গোসাবা-সহ বিভিন্ন জায়গা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত। পুলিশ আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। পুলিশকে সামনে রেখে শাসকদল একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে। শাসকদলের হয়ে কাজ করতে না পারলেই তাদের রোষানলে পড়ে এ ভাবে পুলিশকে বদলি হতে হচ্ছে।” বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক অবশ্য জানান এটা রুটিন বদলি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই সব আধিকারিকদের নির্দিষ্ট থানার দায়িত্বভার বুঝে নিতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন