Fake Notes

বসিরহাটে গৃহস্থের বাড়িতে মিলল প্রায় ৩৪ লক্ষ টাকার জালনোট! ধৃত বাড়িমালিক, বাংলাদেশ-যোগ?

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বসিরহাট-২ ব্লকের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় অভিযান চালানো হয়েছিল। তাতে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৭:০১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বসিরহাটে জালনোট চক্রের হদিস পেল উত্তর ২৪ পরগনার পুলিশ। সব মিলিয়ে উদ্ধার হওয়া জালনোটের অঙ্ক ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা। গ্রেফতার করা হয়েছে এক জনকে। এই ঘটনায় বাংলাদেশি পাচারচক্রের সঙ্গে যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বসিরহাট-২ ব্লকের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় অভিযান চালানো হয়েছিল। তাতে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার হয়। শেখ আব্দুল করিম খোলাপোতা এলাকারই এক বাসিন্দাকে পাকড়াও করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা মূল্যের জালনোট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া জালনোটের মধ্যে আছে ৫০০ টাকা, ১০০ টাকা, ২০০০ টাকার নোট।

আব্দুলের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জালনোট কারবার চালানোর অভিযোগ পাওয়া যাচ্ছিল। কিন্তু পুলিশ চেয়েছিল তাঁকে হাতেনাতে ধরতে। তা ছাড়া খোলাপোতার পাশেই সীমান্তবর্তী এলাকা। সেই সূত্রে বাংলাদেশের সঙ্গে এই জালনোট চক্রের যোগ রয়েছে কি না, খোঁজখবর রাখা হচ্ছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে অভিযুক্তকে জালনোট-সহ হাতেনাতে ধরা হয়েছে।

Advertisement

রবিবারই ধৃত ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হবে বলে খবর। তাঁর কাছে এত বিপুল পরিমাণ জালনোট কোথা থেকে এলো এবং কোথায় পাচারের চেষ্টা চলছিল, সে সবই খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাতে ওই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। শেখ আব্দুল করিম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাড়িতে বিপুল পরিমাণ জালনোট রাখার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement