Anganwadi

অঙ্গনওয়াড়িতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা লোপাট! বসিরহাটে কর্মীর বাড়ির বাইরে বিক্ষোভ

বিশপুর এলাকার সাত জনের কাছ থেকে ১৫ লক্ষ টাকা বিশাখা হাতিয়ে নেন বলে অভিযোগ। চাকরির জন্য ওই মহিলারা বার বার তাগাদা দেন। শেষে তাঁরা বুঝতে পারেন, যে তাঁরা প্রতারিত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৮
Share:

হাসনাবাদে অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ প্রতারিত মহিলাদের। — নিজস্ব চিত্র।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল এক মহিলার বিরুদ্ধে। বিশাখা জানা নামে ওই মহিলা টাকা পরিশোধ করবেন বলে জানিয়েছিলেন। অভিযোগ, সময় পেরিয়ে গেলেও তা করেননি তিনি। উল্টে এখন তাঁর খোজ মিলছে না। এই নিয়ে বৃহস্পতিবার বিশাখার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ। হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাপাড়া এলাকার ঘটনা।

Advertisement

ঘোলাপাড়া এলাকার ১২৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করেন বিশাখা। অভিযোগ, এলাকার মহিলাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। বিশপুর এলাকার সাত জনের কাছ থেকে ১৫ লক্ষ টাকা বিশাখা হাতিয়ে নেন বলে অভিযোগ। চাকরির জন্য ওই মহিলারা বার বার তাগাদা দেন। শেষে তাঁরা বুঝতে পারেন, যে তাঁরা প্রতারিত হয়েছেন। সেই টাকা ফেরত চেয়ে বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মী বিশাখার বাড়ির সামনে বিক্ষোভ দেখান প্রতারিত মহিলারা।

প্রতারিত মহিলাদের দাবি, অবিলম্বে তাদের এই টাকা ফেরত দিতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করারও দাবি তুলেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement