পঞ্চায়েত সমিতির সভাপতি ধৃত

পুরনো মামলায় কুলতলির সিপিএমের পঞ্চায়েত সমিতির সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে গাবতলা এলাকা থেকে শ্যামপদ নাইয়া নামে ওই নেতাকে গ্রেফতার করা হয়। ধৃতকে এ দিন বারুইপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুলতলি শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০১:৫৩
Share:

পুরনো মামলায় কুলতলির সিপিএমের পঞ্চায়েত সমিতির সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে গাবতলা এলাকা থেকে শ্যামপদ নাইয়া নামে ওই নেতাকে গ্রেফতার করা হয়। ধৃতকে এ দিন বারুইপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে ২৮ জানুয়ারি কুলতলির কলেজের ছাত্র সংসদ নির্বাচন ছিল। ওই দিন কলেজের মধ্যে এসএফআই সর্মথকদের ঢুকতে বাধা দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় সিপিএম নেতৃত্বের সংঘর্ষ বেধেছিল। অভিযোগ, সংর্ঘষে জড়িয়ে পড়েছিলেন পঞ্চায়েত সমিতির সিপিএমের সভাপতি, দলের বিধায়ক, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বিরোধী দলনেতা-সহ ৫ জন।

ওই ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে সভাপতিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুলতলির সিপিএমের বিধায়ক রামশঙ্কর হালদার বল‌েন, ‘‘বিরোধীদের ধরে ধরে জেলে পোরা এখন শাসক দলের সংস্কৃতি। তার ব্যতিক্রম কিছু হয়নি। কলেজ ভোটে সংর্ঘষের ঘটনায় আমরাই মার খেলাম। আর পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা করল।’’ তাঁর দাবি, সে সময়ে বিষয়টি বিধানসভার স্পিকারকে বলেছিলাম। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement

এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ‘‘এটা পুলিশের বিষয়। তা ছাড়া কিছু বলার নেই।’’

বাঘের আক্রমণে মৃত্যু। সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পীরখালি-১ জঙ্গলের কাছে একটি খাঁড়িতে। বন দফতর জানিয়েছে, মৃতের নাম পরেশ মণ্ডল (৪৫)। বাড়ি গোসাবার বাণীখালি। বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, এ দিন ভোরে বাণীখালি এলাকার বাসিন্দা পরেশ দুই সঙ্গী মধু মণ্ডল ও কালীপদ মণ্ডলকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বাঘ বেরিয়ে এসে পরেশবাবুকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক বলেন, ‘‘খবর শুনেছি। ঠিক কী হয়েছিল, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন