পিস্তল ও বিস্ফোরক উদ্ধার বাগদা সীমান্তে

নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়েনের জওয়ানেরা অভিযান চালিয়ে ৪টি পিস্তল ও কয়েকটি কেজি পাউডার উদ্ধার করল। ঘটনাটি ঘটেছে বাগদার মুস্তাফাপুর সীমান্তে শনিবার রাতে। বিএসএফ কর্তাদের অনুমান, উদ্ধার হওয়া পাউডার বিস্ফোরক। পরবর্তী তদন্তের জন্য পিস্তল ও পাউডার বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই পাউডার বোমা তৈরির মশলা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগদা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০২:৫২
Share:

নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়েনের জওয়ানেরা অভিযান চালিয়ে ৪টি পিস্তল ও কয়েকটি কেজি পাউডার উদ্ধার করল। ঘটনাটি ঘটেছে বাগদার মুস্তাফাপুর সীমান্তে শনিবার রাতে। বিএসএফ কর্তাদের অনুমান, উদ্ধার হওয়া পাউডার বিস্ফোরক। পরবর্তী তদন্তের জন্য পিস্তল ও পাউডার বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই পাউডার বোমা তৈরির মশলা হতে পারে।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নির্দিষ্ট সূত্রে বিএসএফের মুস্তাফাপুর ক্যাম্পের জওয়ানদের কাছে খবর আসে, আগ্নেয়াস্ত্র পাচার হতে পারে ওই সীমান্ত দিয়ে। বিএসএফের পক্ষ থেকে একটি বিশেষ তল্লাশি দল তৈরি করা হয়। তারা সীমান্তে কড়া নজর রেখে টহল দিতে শুরু করে। রাত সাড়ে ৯টা নাগাদ নজরে আসে, সীমান্তের দিক থেকে এক ব্যক্তি আসছে। তার হাতে দু’টি ব্যাগ। গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় জওয়ানেরা তাকে তাড়া করেন। অন্ধকারের মধ্যে ব্যাগ ফেলে পিঠটান দেয় ওই ব্যক্তি। ওই ব্যাগেই মেলে জিনিসপত্র।

বিএসএফ জানিয়েছে, ৪টি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি আমেরিকায় তৈরি রিভলবার। সাদা ও ব্রাউন রঙের দু’ধরনের পাউডারের ওজন ১৮০০ গ্রাম।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন