আইনজীবীর রহস্যমৃত্যু, পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ

পচাগলা গন্ধটা কয়েকদিন ধরেই পাচ্ছিলেন শ্যামনগরের বাসুদেবপুরের রোডের এক আবাসনের বাসিন্দারা। কিন্তু তার উৎস খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর দেওয়া হয় পুলিশে। শেষমেশ পুলিশ এসে ওই আবাসনেরই একটি ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করেন এক মহিলার পচাগলা অর্ধনগ্ন দেহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৩:২৩
Share:

পচাগলা গন্ধটা কয়েকদিন ধরেই পাচ্ছিলেন শ্যামনগরের বাসুদেবপুরের রোডের এক আবাসনের বাসিন্দারা। কিন্তু তার উৎস খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর দেওয়া হয় পুলিশে। শেষমেশ পুলিশ এসে ওই আবাসনেরই একটি ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করেন এক মহিলার পচাগলা অর্ধনগ্ন দেহ। যার উর্ধ্বাঙ্গে একটি টপ থাকলেও নিম্নাঙ্গে কোনও পোশাক ছিল না। ঘটনাটি ঘটেছে সোমবার। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম কিরণমালা সাধুখাঁ (৩৬)। তিনি পেশায় আইনজীবী। ওই আবাসনের একটি ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

Advertisement

কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ জেনেছে, তিনি বিবাহিতা। তবে স্বামীর সঙ্গে খুব একটি মিল ছিল না। প্রতিবেশীরা স্বামীর সম্পর্কে কোনও কথা জানতে চাইলে তিনি এড়িয়ে যেতেন। তাঁর স্বামী কোথায় থাকেন তা-ও নিশ্চিত করে কাউকে বলেননি। তাঁর সঙ্গে কোনও এক আইনজীবীর মেলামেশা ছিল বলে জানা গিয়েছে। ওই আইনজীবী নাকি তাঁর কাছে মাঝে মধ্যেই আসতেন। তবে মহিলার মৃত্যুর পিছনে ওই আইনজীবী জড়িত আছেন কি না তা নিশ্চিত নয় পুলিশ। কিরণমালাদেবীর নিজের বাড়ি শ্যামনগর নতুন গ্রামে। সেখানে তাঁর মা ও ভাই থাকেন। তাঁরা কেউই এই ঘটনায় মুখ খুলতে চাননি। পুলিশ ওই মহিলার মোবাইল ফোন থেকে বেশ কিছু নম্বর পেয়েছেন। ফোনের মাধ্যমে তাঁর শেষ কথোপকথন হয়েছে শুক্রবার রাতে। পুলিশের অনুমান, দিন দু’য়েক আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাপ্রধান অজয় ঠাকুর বলেন, ‘‘মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরে আত্মহত্যা করে থাকতে পারেন ওই মহিলা। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন