ধর্ষণের অভিযোগে ধৃত যুবক

প্রতিবেশী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০১:৪৬
Share:

প্রতিবেশী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা।

Advertisement

রবিবার সন্ধ্যায় বনগাঁর খয়রামারি থেকে দীপক অধিকারী নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপুর ওই এলাকায় একটি ওষুধের দোকান রয়েছে। দু’বার তার বিয়ে হয়েছিল। কিন্তু এখন সে একাই থাকে। ওই তরুণী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় বাসিন্দারা রা জানান। এই সুযোগ নিয়েই দীপু ওই তরুণীকে বাড়িতে ডেকে এনে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। শনিবার ওই তরুণীর হাঁটাচলা দেখে বাড়ির লোকের সন্দেহ হয়। মেয়েটি বাড়িতে সব জানায়। পাড়ার লোক দীপুর বাড়িতে চড়াও হয়। জিনিসপত্র ভাঙচুর করা হয়। শুরু হয় মারধর। খবর পেয়ে পুলিশ এসে দীপুকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement