Bakulnagar

মোটর ভ্যানের ধাক্কায় মৃত্যু 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে ঘুম থেকে উঠে মহিলা বাড়ির বাইরে বেরোতেই একটি মোটর ভ্যান ধাক্কা মারে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

জয়নগর শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ০১:৫৬
Share:

বিপত্তি: উল্টে পড়েছে মোটর ভ্যান। নিজস্ব চিত্র।

বেপরোয়া মোটর ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক মহিলার। প্রতিবাদে মোটর ভ্যানে আগুন লাগিয়ে দেয় জনতা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বকুলতলা থানার উত্তর ঠাকুরচক গ্রামের তালতলা এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম ওরিজান সর্দার (৪০)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে ঘুম থেকে উঠে মহিলা বাড়ির বাইরে বেরোতেই একটি মোটর ভ্যান ধাক্কা মারে তাঁকে। স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

কী ভাবে ঘটল দুর্ঘটনা?

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ইট বোঝাই তিনটি মোটরভ্যান এ দিন মহিলার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎই প্রথম ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সামনের ভ্যানকে দুর্ঘটনায় পড়তে দেখে নিয়ন্ত্রণ রাখতে পারেনি পিছনের দু’টি ভ্যান। দ্বিতীয় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওরজিনাকে পিষে দেয়। তৃতীয় ভ্যানটি গিয়ে পড়ে পাশের খালে।

মুহূর্তের মধ্যে ঘটে যায় এত কিছু। দুর্ঘটনার পরেই ভ্যান ফেলে চম্পট দেয় তিন চালক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পথে বেপরোয়া গতিতে মোটরভ্যান চলে। বার বার বারণ করা হলেও শোনেন না চালকেরা। প্রশাসনও ব্যবস্থা নেয় না বলে অভিযোগ।

এ দিন দুর্ঘটনার পরে ক্ষুব্ধ জনতা তিনটি ভ্যানেই আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। চালকদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃতের ভাইপো মিকাইল সর্দার বলেন, “বারবার চালকদের বলা হয় আস্তে গাড়ি চালাতে। কিন্তু কেউ শোনে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন