—ফাইল চিত্র।
গঙ্গাসাগরে সোমবার ভিন্ রাজ্যের দুই পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। উত্তরপ্রদেশের বাসিন্দা, ৬৪ বছরের সন্তলাল উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আক্রান্ত হয়ে নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। তাঁকে প্রথমে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দিকে, হরিয়ানার বাসিন্দা, ৭৭ বছরের বিমলা দেবী কে-১ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময়ে দুর্ঘটনার কবলে পড়েন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটি বাসের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান, ডান পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকেও এয়ার লিফ্ট করে কলকাতায় পাঠানো হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে