মাকে তালা বন্ধ করে বিয়েবাড়িতে ছেলে-বৌমা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংগ্রামপুরের ওই বাড়িতে বুধবার সকালে প্রতিবেশীদের চোখে পড়ে, দোতলার ঝুলকালিতে ভরা একটি ঘর থেকে বৃদ্ধা ইশারায় কিছু বলতে চাইছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩২
Share:

মায়ারানি: ঘরে বন্দি ছিলেন

Advertisement

মাকে ঘরে তালা বন্ধ করে রেখে নেমন্তন্ন খেতে যাওয়ার অভিযোগ উঠল ছেলে-বৌমার বিরুদ্ধে। এক ফোঁটা জলও রাখা ছিল না ঘরে। অসুস্থ হয়ে পড়েন আশি বছরের বৃদ্ধা।

ঘটনা জানতে পেরে বৃদ্ধাকে খেতে দিতে প্রতিবেশীরা মই বেয়ে ওঠেন দোতলায়।

Advertisement

বসিরহাটের সংগ্রামপুরে বাড়ি ছেলে-বৌমার এই আচরণে ক্ষুব্ধ গ্রামবাসীদের কাছ থেকে খবর পায় পুলিশ। বুধবার দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে মায়ারানি নামে ওই বৃদ্ধাকে। দেখভালের জন্য পাঠানো হয়েছে মেয়ের কাছে। তাঁর ছেলে প্রণব সর্দারের অবশ্য দাবি, জল-খাবার রেখে গিয়েছিলেন। আজই ফিরে আসার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংগ্রামপুরের ওই বাড়িতে বুধবার সকালে প্রতিবেশীদের চোখে পড়ে, দোতলার ঝুলকালিতে ভরা একটি ঘর থেকে বৃদ্ধা ইশারায় কিছু বলতে চাইছেন। এ দিকে, বাড়ির বাইরের দরজায় তালা ঝোলানো। মই বেয়ে দোতলায় উঠে জানা যায়, মঙ্গলবার ছেলে-বৌমা গিয়েছে বিয়ে বাড়িতে। ঘরে সামান্য মুড়ি-চিঁড়ে ছিল।

এক প্রতিবেশীর কথায়, ‘‘পুলিশ এসে যখন তালা ভেঙে ঘরে ঢুকল, একটা তক্তপোশের উপরে শতচ্ছিন্ন বিছানায় বসে তখন কাঁদছেন বৃদ্ধা। উনি জানিয়েছেন, তিন দিনের জন্য বিয়ে বাড়িতে গিয়েছে ছেলে-বৌমা।’’

বৃদ্ধার ছেলে-বৌমার সঙ্গে এখনও যোগাযোগ করতে পারেনি পুলিশ। বৃদ্ধাও কোনও লিখিত অভিযোগ করেননি পুলিশের কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement