ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল প্রধানের ছেলে

মেয়ের মায়ের কথায়, ‘‘প্রধানের ছেলে আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে। এখন অন্যত্র বিয়ে করতে চাইছে। বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’’ তাঁর অভিযোগ, প্রধানের লোকজন তাঁদের নানা ভাবে ভয় দেখাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাসন্তী শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০২:২৭
Share:

প্রতীকী চিত্র।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁকে ধরা হয় বাসন্তীর ঝড়খালির পার্বতীপুর থেকে। পুলিশ জানিয়েছে, বছর সতেরোর ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে হিরামোহন মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে দু’জনেরই ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ২০১৬ সালে ঝড়খালি পঞ্চায়েতের তৃণমূল প্রধান দিলীপ মণ্ডলের ছেলে হিরামোহনের বিয়ের কথা হয়েছিল স্থানীয় ওই কিশোরীর সঙ্গে। কিন্তু হবু শ্বশুরের পছন্দ হয়নি পাত্রী। তিনি বেঁকে বসেন। পরবর্তী সময়ে মেয়ের সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর থেকে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ।

সম্প্রতি দিলীপ অন্যত্র ছেলের বিয়ে ঠিক করেন। মেয়েটিও বিয়ের জন্য হিরামোহনকে বলতে থাকে। অভিযোগ, বাবার কথা মতো বেঁকে বসেন ওই যুবকও। এরপরেই ওই কিশোরী ও তার পরিবার বুধবার পুলিশের কাছে অভিযোগ করে। সেই মতো পুলিশ প্রধানের ছেলেকে গ্রেফতার করে।

Advertisement

মেয়ের মায়ের কথায়, ‘‘প্রধানের ছেলে আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে। এখন অন্যত্র বিয়ে করতে চাইছে। বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’’ তাঁর অভিযোগ, প্রধানের লোকজন তাঁদের নানা ভাবে ভয় দেখাচ্ছে।

দিলীপের অবশ্য যুক্তি, ‘‘সামনে পঞ্চায়েত ভোট। সে কারণে আমাকে বদনাম করতে বিজেপি চক্রান্ত করে এ সব করেছে। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।’’ মেয়েটির সঙ্গে তাঁর ছেলের বিয়ের কথাবার্তা এগিয়েছিল, এ কথা মানছেন প্রধান। কিন্তু সেটা না হওয়ায় তাঁর পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ দিলীপের।

বিজেপি নেতা প্রতিশ্রুতি দেবনাথ বলেন, ‘‘প্রধান তাঁর ছেলের দোষ ঢাকতে এ সব কথা বলছেন। ছেলেটি একটি গরিব পরিবারের মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার ধর্ষণ করেছে। অথচ এখন বিয়ে না করে অন্য কথা বলছে। মাঝখান থেকে আমাদের নামে এ সব মিথ্যা রটাচ্ছেন ওঁরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন