অ্যাম্বুল্যান্সে বসে পরীক্ষা দিল ছাত্র

শুক্রবার দুপুরে এমন দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মনে প্রশ্ন জেগেছিল, ‘পরীক্ষা চলাকালীন কোনও পড়ুয়া কি অসুস্থ হল?’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০১:১৫
Share:

অদম্য: অ্যাম্বুল্যান্সে পরীক্ষা দিচ্ছে রাহাত। শুক্রবার, পানিহাটিতে। —নিজস্ব চিত্র

স্কুলে চলছে আইএসসি পরীক্ষা। সেই স্কুল চত্বরের সিঁড়ির মুখেই দাঁড়িয়ে একটি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স!

Advertisement

শুক্রবার দুপুরে এমন দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মনে প্রশ্ন জেগেছিল, ‘পরীক্ষা চলাকালীন কোনও পড়ুয়া কি অসুস্থ হল?’ তেমন কিছু না ঘটলেও পানিহাটির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অ্যাম্বুল্যান্সে বসেই পরীক্ষা দিল এক ছাত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পড়ে বাড়ি ফেরার সময়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই পড়ুয়ার বুকে-পিঠে আঘাত লাগে।

স্কুল সূত্রের খবর, ওই ছাত্রের নাম রাহাত আহতাসাম আহমেদ (১৭)। এ দিন ছিল তার হিন্দি ভাষার পরীক্ষা। দুপুরে রাহাতের দাদা আফতাব আলম স্কুলে এসে দুর্ঘটনার খবর জানিয়ে অনুরোধ করেন, ভাই পরীক্ষা দিতে চাই। যদি কোনও ব্যবস্থা করা যায়। প্রিন্সিপ্যাল লিপিকা ঘোষ বলেন, ‘‘বিষয়টা শুনেই কাউন্সিলকে জানিয়ে হাসপাতালে পরীক্ষা নিতে যাওয়ার ব্যবস্থা করি। কিন্তু কিছু ক্ষণ পরে ছাত্রের পরিজনেরা ফোনে জানান, তাঁরাই অ্যাম্বুল্যান্স নিয়ে স্কুলে আসছেন।’’

Advertisement

আফতাব বলেন, ‘‘ভাই এতটাই জেদ ধরেছিল যে বন্ড দিয়ে ছাড়িয়ে তাকে অ্যাম্বুল্যান্সে করে বাড়ির লোকেরা স্কুলে নিয়ে আসেন।’’ লিপিকাদেবী জানান, স্কুলের যে নতুন ভবনে পরীক্ষা চলছে সেখানে লিফ্‌ট নেই। তাই রাহাতকে স্ট্রেচারে দোতলায় তোলার ঝুঁকি নেওয়া হয়নি। তিনি জানান, ওই ছাত্রের যন্ত্রণা হচ্ছিল। তাই স্থানীয় এক হাসপাতাল থেকে নার্স এনে রাখা হয়। পাশাপাশি নজরদারির দায়িত্ব দেওয়া হয় এক শিক্ষিকাকে। লিপিকাদেবী বলেন, ‘‘সোমবার কী ভাবে পরীক্ষা দেবে, তা এখনও জানায়নি ওই ছাত্র। তবে আমরা সব কি‌ছুতেই প্রস্তুত।’’

আফতাব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সোদপুরে শিক্ষকের কাছে পড়ে ফেরার পথে আগরপাড়া স্টেশনে নেমেছিল রাহাত। লাইন পার হওয়ার সময়ে আহত হয়। খবর পেয়ে বাড়ির লোকেরা গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন। এ দিন বিকেল ৫টায় পরীক্ষা শেষ হওয়ার পরে অ্যাম্বুল্যান্সেই ফের বাইপাসের হাসপাতালে রওনা দেয় রাহাত। সেখানেই সে প্রস্তুতি নেবে বাকি দু’টি পরীক্ষা— অর্থনীতি ও বিজনেস স্টাডিজের। যাওয়ার সময়ে রাহাত বলে, ‘‘এখন বেশ ভাল লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন