ব্যাগ-যন্ত্রণা থেকে রেহাই জয়নগরের এক স্কুলে

ছোট ছোট ছেলেমেয়েদের পিঠে বড় বড় স্কুলব্যাগ— রাস্তা-ঘাটে এই ছবি নতুন নয়। বিতর্কও কম হয় না। কিন্তু জয়নগরের একটি স্কুলে এই বিতর্ক তৈরি হওয়ার কোনও অবকাশই নেই। কারণ, এখানে পড়ুয়াদের ব্যাগ বইতেই হয় না। অনেক দিন থেকেই এই স্কুলে বই-খাতা আনতে হয় বাক্সে।

Advertisement

সমীরণ দাস

জয়নগর শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০১:২৬
Share:

পুরনো-ধাঁচে: সুটকেস

ছোট ছোট ছেলেমেয়েদের পিঠে বড় বড় স্কুলব্যাগ— রাস্তা-ঘাটে এই ছবি নতুন নয়। বিতর্কও কম হয় না। কিন্তু জয়নগরের একটি স্কুলে এই বিতর্ক তৈরি হওয়ার কোনও অবকাশই নেই। কারণ, এখানে পড়ুয়াদের ব্যাগ বইতেই হয় না। অনেক দিন থেকেই এই স্কুলে বই-খাতা আনতে হয় বাক্সে।

Advertisement

জয়নগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণ প্রাথমিক স্কুলে স্কুলব্যাগের চল নেই। স্টিল বা টিনের বাক্সে বই-খাতা নিয়ে আসে পড়ুয়ারা। পুর এলাকার অন্যতম বড় এবং নামী স্কুল এটি। পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী পড়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দুর্বা কর দত্ত জানান, অনেক দিন থেকেই এখানে এই নিয়ম চলছে।

কেন এই রীতি? প্রধান শিক্ষিকা বলেন, ‘‘সব ধরনের আর্থিক অবস্থার ছেলেমেয়েই এই স্কুলে পড়ে। ব্যাগ আনলে গরিব পড়ুয়া এক রকম আনবে, অবস্থাপন্ন পড়ুয়ারা অন্য রকম আনবে। কারও হীনমন্যতা তৈরি হতে পারে। বাক্সের ক্ষেত্রে সেই সুযোগ নেই। সকলেরই এক রকম।’’ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপারটাও মাথায় আছে স্কুল কর্তৃপক্ষের। দুর্বা বলেন, ‘‘পিঠে ভারী ব্যাগ নিলে পরবর্তীকালে নানা শারীরিক সমস্যা হতে পারে। বাক্সের ক্ষেত্রে সেই অসুবিধা নেই।’’ এই নিয়মে খুশি অভিভাবকেরাও। শান্তনু সাহা নামে এক জন বললেন, ‘‘কী ভেবে এটা চালু হয়েছিল জানি না। তবে নিয়মটা ভালই।’’ সুজাতা দত্তর কথায়, ‘‘ব্যাগের থেকে বাক্সে বই-খাতা ভাল থাকে। পাতা মুড়ে বই বা খাতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না।’’ ব্যাগের বদলে বাক্স নিলে শারীরিক ভাবে কি লাভ হয়? অস্থি বিশেষজ্ঞ অয়ন রায়ের কথায়, ‘‘একটু সুবিধা হতে পারে। কারণ, এ ক্ষেত্রে ভারটা সরাসরি ঘাড় বা পিঠে পড়ে না। তবে ওজনটা খেয়াল রাখতে হবে। বাক্সের ওজন বেশি হলেও কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে।’’ — ছবি: সুমন সাহা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন