বানচাল ডাকাতির  ছক, ধৃত ৩

পুলিশি তৎপরতায় ভেস্তে গেল বড়সড় ডাকাতির পরিকল্পনা। গ্রেফতার হয়েছে তিন দুষ্কৃতী। প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। শুক্রবার রাতে জয়নগর থানার মনসাতলা এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জয়নগর শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০৫:২১
Share:

বাজেয়াপ্ত: অস্ত্রশস্ত্র। নিজস্ব চিত্র

পুলিশি তৎপরতায় ভেস্তে গেল বড়সড় ডাকাতির পরিকল্পনা। গ্রেফতার হয়েছে তিন দুষ্কৃতী। প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। শুক্রবার রাতে জয়নগর থানার মনসাতলা এলাকার ঘটনা।
জনা দশেকের দুষ্কৃতীদের একটি দল ওই এলাকায় জড়ো হচ্ছে বলে খবর আসে পুলিশের কাছে। সেই মতো অভিযানে নামে জয়নগর থানার বিশেষ দল। তিন জনকে ধরে ফেলা হয়। বাকিরা পালায়। পুলিশ জানায়, ধৃতদের নাম শরিয়াতুল্লা গায়েন, সাইফুল গায়েন এবং নাসিম গায়েন। সকলেই জয়নগরের চালতাবেড়িয়া এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ৬টি ওয়ানশটার পাইপগান ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ ছাড়া বন্দুক তৈরির সরঞ্জাম, ধারাল অস্ত্রও পেয়েছে পুলিশ। ডাকাতির জন্যই তারা জড়ো হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
ধৃতদের জেরা করে দলের বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। এত অস্ত্র কোথা থেকে এল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় সকলকে। পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন