ঝড়ে তছনছ হাবড়ার কিছু গ্রাম

ঝড়ের পরে ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও বিদ্যুৎ ফেরেনি ওই এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবড়া শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০১:৩৭
Share:

ভাঙল-খুঁটি: হাবড়ায়। ছবি: সুজিত দুয়ারি

স্থায়িত্ব ছিল মাত্র ১০ মিনিট। মঙ্গলবার দুপুরে ১০ মিনিটের ঝড়েই তছনছ হয়ে গেল হাবড়া ব্লকের জানাপুল, মাটিয়াগাছা, ফুলতলা, গোয়ালবাটি গণদীপায়ন-সহ বেশকিছু এলাকা। কোথাও বিদ্যুতের তার ছিঁড়েছে। কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটি। বড় বড় গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা। ঝড়ের পরে ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও বিদ্যুৎ ফেরেনি ওই এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে বেশ কিছু এলাকায়। ঝড়ে বেশ কিছু বাড়ি-ঘরেরও ক্ষতি হয়েছে। বিকেলে ঘটনাস্থলে পৌঁছন বিডিও শুভ্র নন্দী। তিনি বলেন, ‘‘আংশিক ও সম্পূর্ণ মিলিয়ে মোট ৫০ টি বাড়ির ক্ষতি হয়েছে। তাদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।’’ জানাপুলের বাসিন্দা আরতি পাল ঝড়ের সময় বাড়িতে একাই ছিলেন। তাঁর বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। গাছের ডাল ঘরের মধ্যে পড়ে জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আরতি জানান, ঘর মেরামতি করবার মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই।

তবে মানুষ সব থেকে বেশি দুর্ভোগে পড়েছেন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায়। মঙ্গলবার দুপুর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ নেই ফুলতলা, সলুয়া, গোয়ালবাটি, বাউগাছি এলাকায়। এলাকার বাসিন্দা প্রদীপ সেনের অভিযোগ, সামান্য ঝড়-বৃষ্টিতেই এখানে হাইটেনশন লাইনে সমস্যা শুরু হয়। বিদ্যুৎ না থাকায় পড়ুয়াদের সমস্যার সঙ্গে সঙ্গে ফুটবল বিশ্বকাপের খেলা না দেখতে পারায় এলাকার বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে।

Advertisement

প্রশাসন জানিয়েছে, ছেঁড়া তার ও ভাঙা খুঁটি দ্রুত মেরামতির কাজ চলছে। শিগগিরই পরিস্থিতি বিদ্যুৎ-পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন