টিএমসিপি নেতা খুনে ধৃত

বছর তিনেক আগে খুন হয়েছিলেন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৎকালীন ছাত্র সংসদের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৌম্য বিশ্বাস। সেই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৭
Share:

বছর তিনেক আগে খুন হয়েছিলেন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৎকালীন ছাত্র সংসদের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৌম্য বিশ্বাস। সেই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাকেশ বৈরাগী। রবিবার সকালে বনগাঁ থানার পুলিশ স্থানীয় কোড়ারবাগান এলাকায় রাকেশের বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে। কয়েক মাস আগেও ওই ছাত্রনেতা খুনে সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগে রাকেশকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরে সে জামিনে ছাড়া পেয়ে যায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের ২৯ জুলাই বাড়ি থেকে ডেকে সৌম্যকে খুন করা হয়েছিল। ওই ঘটনার পরে পুলিশ কয়েক জনকে গ্রেফতার করে এবং চার্জশিট জমা দেয়। সৌম্য খুনের অভিযোগে রাকেশ বৈরাগীর ছেলে হিমাংশু বৈরাগী ওরফে হিমুকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু জামিন পাওয়ার পরে এক সন্ধ্যায় খুন হয়ে যায় হিমাংশু।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্র খুনের এফআইআরে রাকেশের নাম ছিল না। কয়েক মাস আগে সৌম্যের মাসি মঞ্জু অধিকারী কলকাতা হাইকোর্টে আবেদন করে জানান, তাঁর বোনপোকে খুনের ঘটনায় পুলিশের তদন্তে অনেকের সাক্ষ্য নেওয়া হয়নি। তার পরে হাইকোর্ট পুলিশকে আরও তদন্ত করতে নির্দেশ দেয়।

Advertisement

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশে সৌম্য খুনের আরও তদন্ত শুরু হয়েছে। তার পরেই রাকেশকে গ্রেফতার করা হয়েছে।’’ তদন্তকারী অফিসারেরা জানান, ধৃত রাকেশের বিরুদ্ধে খুনে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement