TMC leader murdered

‘তোলার টাকা কই?’ মেয়ের স্কুলের জিনিস নিয়ে বাড়ি ফেরার পথে ইট দিয়ে মাথা থেঁতলে তৃণমূল কর্মীকে খুন!

পরিবারের দাবি, তোলার টাকা না দেওয়ায় এই হত্যা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অভিজিৎ বিশ্বাস। সোদপুরের ঘোলা অপূর্বনগর এলাকায় তাঁর বাড়ি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সোদপুর শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ১৫:২০
Share:

—নিজস্ব চিত্র।

নতুন বছর শুরুর দিনে মেয়ের স্কুলের জিনিস নিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী। বাড়িতে ঢোকার সময়েই আচমকাই হামলা! তাঁকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার সোদপুরে। পরিবারের দাবি, তোলার টাকা না দেওয়ায় এই হত্যা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অভিজিৎ বিশ্বাস। সোদপুরের ঘোলা অপূর্বনগর এলাকায় তাঁর বাড়ি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, অভিজিতের চানাচুরের ব্যবসা ছিল। অভিযোগ, বেশ কিছু দিন ধরে এলাকার এক ‘দুষ্কৃতী’ ও তাঁর দলবল অভিজিতের কাছে তোলার টাকা চেয়ে আসছিলেন। অভিজিৎ তা না দেওয়ায় তাঁকে নৃশংস ভাবে খুন করা হল বলে দাবি। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।

পুলিশ সূত্রে খবর, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। যদিও এখনও অভিযুক্তেরা ধরা পড়েননি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অভিজিতের পরিবারের লোকেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন