West Bengal TMC

সাংসদ পার্থকে বার্তা বক্সীর

গত নির্বাচনে পার্থের নেতৃত্বে দল ভাল করলেও লোকসভা ছেড়ে বিধানসভায় ফেরার বিষয়টি নিয়ে দলের অন্দরে কানাঘুষো দীর্ঘ দিনের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৮
Share:

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ফাইল চিত্র।

দলীয় সাংসদ পার্থ ভৌমিককে প্রচ্ছন্ন ‘সতর্ক-বার্তা’ দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। নৈহাটি উৎসবের উদ্বোধনে এসে বক্সী বলেছেন, ‘‘পার্থ যেন সাংসদ পদ ছেড়ে বিধায়ক হওয়ার চেষ্টা না করেন।’’ রাজ্য সভাপতির এই মন্তব্যে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলে আলোচনার কেন্দ্রে এখন বারাকপুরের সাংসদ। নৈহাটি-সহ সংলগ্ন অঞ্চলে গত নির্বাচনে পার্থের নেতৃত্বে দল ভাল করলেও লোকসভা ছেড়ে বিধানসভায় ফেরার বিষয়টি নিয়ে দলের অন্দরে কানাঘুষো দীর্ঘ দিনের। এই প্রেক্ষাপটে নৈহাটি উৎসবের মঞ্চে উপস্থিত তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, ‘‘পার্থকে সাংসদ হিসেবেই থাকতে হবে। আপনারা বুঝেছেন, আগামী দিনে নিশ্চিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েকে সামনে রেখেই নতুন দিগন্ত শুরু হবে। পার্থ তাতে অংশগ্রহণ করবে।’’ জেলায় দলের অনেকের ধারণা, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মনোভাবই স্পষ্ট হয়েছে রাজ্য সভাপতির কথায়। তবে পার্থের মতে, ‘‘বক্সীদা আমাকে স্নেহ করেন। নৈহাটির প্রসঙ্গ বলতে গিয়ে আমার বিধায়ক হিসেবে কাজ করার কথা মনে করে প্রসঙ্গটা এসেছিল, তাকে অন্য ভাবে ব্যাখ্যা করা ভুল হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন