‘পুরুষ প্রবেশ’ চেয়ে ট্রেন অবরোধ

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘কিছু দাবি নিয়ে ট্রেন অবরোধ করা হয়েছে বলে শুনেছি। আমরা প্ল্যাটফর্ম উঁচু করে দেব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০১:০০
Share:

ভোগান্তি: তালদিতে। বৃহস্পতিবার। সামসুল হুদা

মাতৃভূমি লোকালে পুরুষদের জন্য আলাদা কামরা এবং প্ল্যাটফর্ম উঁচু করার দাবিতে শিয়ালদহ দক্ষিণ শাখার তালদিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। পিয়ালি, বেতবেড়িয়া স্টেশনেও ওভারহেড তারে কলা পাতা ফেলে বিক্ষোভ দেখানো হয়। এ দিন বিক্ষোভের জেরে ৪টি ট্রেন বাতিল হয়েছে বলে জানিয়েছে রেল।

Advertisement

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘কিছু দাবি নিয়ে ট্রেন অবরোধ করা হয়েছে বলে শুনেছি। আমরা প্ল্যাটফর্ম উঁচু করে দেব। কিন্তু মাতৃভূমি লোকালে পুরুষদের কামরার বিষয়টি নিয়ে দফতরের সঙ্গে কথা বলা হবে।’’

মাতৃভূমি লোকালে পুরুষদের উঠতে দিতে হবে এই দাবিতে এর আগে কুরুক্ষেত্র বেধেছিল শিয়ালদহ-বনগাঁ শাখার বেশ কিছু স্টেশনে। হাবরায় জনতার ছোড়া পাথরে অনেকে জখম হন। ট্রেনে ভাঙচুর চলে। যার জেরে বেশ কিছু দিন বাড়তি পুলিশ মোতায়েন রেখে মাতৃভূমি লোকাল চালাতে হয়েছিল ওই শাখায়। তবে ইদানীং ওই ট্রেনে ভেন্ডারে পুরুষ যাত্রীদের উঠতে দেখা যায়। পরিস্থিতি অবশ্য এখন শান্ত।

Advertisement

বৃহস্পতিবার কী হয়েছিল ক্যানিং লাইনে?

রেল ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিং লাইনে মাতৃভূমি লোকালে পুরুষরা অনেক সময়ে উঠে পড়েন। এ নিয়ে প্রায়ই ঝামেলা হচ্ছে। অভিযোগ, অনেক সময়ে পুরুষরা যদি ভুল করেও মহিলাদের জন্য সংরক্ষিত টরেনের কামরায় উঠে পড়েন, তা হলেও তাঁদের নিত্যযাত্রী মহিলারা ধাক্কা মেরে ট্রেন থেকে নামিয়ে দেন। এ ভাবে অনেক সময়ে দুর্ঘটনাও ঘটছে।

ওই শাখার প্রায় প্রতিটি স্টেশনে প্ল্যাটফর্ম ট্রেনের থেকে অনেকটাই নিচু। ট্রেনে উঠতে-নামতে গিয়ে অনেকেই পড়ে যান। সমস্যায় পড়েন মহিলা, শিশু ও বয়স্করা ।

এ সবের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তালদিতে ট্রেন অবরোধ শুরু হয়। রেল পুলিশ অবরোধ তুলতে গেলে মানুষ বিক্ষোভ দেখান। পরে ক্যানিং থানা থেকে বাহিনী আসে। ওসি জিআরপি-ও চলে আসেন। অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন তাঁরা। প্রায় তিন ঘণ্টা পরে অবরোধ ওঠে।

এ দিকে, তালদিতে অবরোধ উঠলেও বেতবেড়িয়া ও পিয়ালিতে কিছু লোক বিদ্যুতের তারে কলা গাছ ফেলে দেয়। রেল পুলিশ গিয়ে সে সব সরানোর ব্যবস্থা করে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডল, পিন্টু মণ্ডলরা বলেন, ‘‘এমনিতেই এই শাখায় প্রায় ১ ঘণ্টা অন্তর ট্রেন। সকাল ৮.২০ মিনিটে ক্যানিং থেকে একটি মাতৃভূমি লোকাল ছাড়ে। ওই ট্রেনে কোনও পুরুষ অফিস যাত্রী উঠতেই পারেন না। যদি বা ভুল করে কেউ উঠে পড়েন, তা হলে মহিলারা এক রকম টেনে-হিঁচড়ে নামিয়ে দেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন