গোপালনগরে গুলিতে জখম ২, গ্রেফতার ৫

এক মহিলাকে নিয়ে পুরনো বিবাদের জেরে দুই যুবককে গুলি করে খুনের চেষ্টার ঘটনা ঘটল গোপালনগর থানার টালিখোলা মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে ওই ঘটনায় জখম হয়েছেন সান্টু মণ্ডল ও বাবলু অধিকারী। তাঁদের দু’জনেরই পেটে গুলি লেগেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০০:৩৫
Share:

এক মহিলাকে নিয়ে পুরনো বিবাদের জেরে দুই যুবককে গুলি করে খুনের চেষ্টার ঘটনা ঘটল গোপালনগর থানার টালিখোলা মোড় এলাকায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে ওই ঘটনায় জখম হয়েছেন সান্টু মণ্ডল ও বাবলু অধিকারী। তাঁদের দু’জনেরই পেটে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় সান্টু ও বাবলুকে বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে কলকাতার আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে দু’জনের। তবে সঙ্কট কাটেনি।

খুনের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় টালিখোলা মোড় এলাকা থেকে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অনিল ঘোষ, অলীক অধিকারী, সুব্রত মণ্ডল, আরমান মণ্ডল ও সন্দীপ মণ্ডল। সকলেরই বাড়ি গোপালনগর থানা এলাকায়। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, একজন মহিলাকে নিয়ে পুরনো শত্রুতার জেরেই ওই ঘটনা ঘটেছে।’’

Advertisement

পুলিশ জানায়, অলীকের এক বৌদির সঙ্গে সান্টুর সম্পর্ক ছিল। যা নিয়ে অলীকের সঙ্গে সান্টুর গোলমাল বেশ পুরনো। অলীক আবার অনিলের ঘনিষ্ঠ। টালিখোলা মোড়ে তার কাঠের দোকান রয়েছে। পুলিশকে অনিল জানিয়েছে, মাস আটেক আগে সান্টু তাকে খুনের চেষ্টা করেছিল।

সান্টু পেশায় গাড়ি চালক। বুধবার একটি বিয়ে বাড়িতে সে যাত্রী নিয়ে গিয়েছিল। রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি ফিরে বনগাঁর মাধবপুরের বাসিন্দা বন্ধু বাবলুর সঙ্গে বসে মদ্যপান করছিল সান্টু। স্থানীয় গোপালনগর-২ পঞ্চায়েত অফিসের পিছনের মাঠে বসেছিল তারা। অভিযোগ, সে সময় অনিল তার দলবল নিয়ে হামলা করে। সান্টু ও বাবলুর পেটে গুলি লাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement