Illegal Clay Mining

‘অবৈধ’ মাটি কারবারের বিরুদ্ধে অভিযান, আটক হল দু’টি গাড়ি

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত কয়েক মাস ধরে বাদুড়িয়া, মিনাখাঁ, হাড়োয়া-সহ একাধিক জায়গা থেকে অবৈধ ভাবে মাটি কেটে চড়া দামে বিক্রি করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৭:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মিনাখাঁর চৈতল এলাকা থেকে মঙ্গলবার রাতে দু’টি মাটি বোঝাই গাড়ি আটক করল পুলিশ। অভিযোগ, অবৈধ ভাবে মাটি কেটে পাচার করা হচ্ছিল। গ্রেফতার করা হয়েছে দু’টি গাড়ির চালককে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত কয়েক মাস ধরে বাদুড়িয়া, মিনাখাঁ, হাড়োয়া-সহ একাধিক জায়গা থেকে অবৈধ ভাবে মাটি কেটে চড়া দামে বিক্রি করা হচ্ছে। তিন ফসলি চাষের জমি থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার উঁচু জমি থেকে মাটি কেটে নেওয়ায় নিচু জমিতে জল জমে চাষ বন্ধ হয়ে যাচ্ছে। এর জেরে অনেক অনেকে কম দামে চাষের জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

মিনাখাঁর বাসিন্দা ফরিদ সর্দার, পরিতোষ মণ্ডলেরা বলেন, “জমির চরিত্র পরিবর্তন করে সেখানে ফসলের পরিবর্তে রাতারাতি মেছোভেড়ি তৈরি করা হচ্ছে। আখেরে কৃষকদের বড় রকম ক্ষতির মুখে পড়তে হচ্ছে। রাস্তা দিয়ে মাটির গাড়ি চলাচলের সময়ে গাড়ি থেকে মাটি পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে।” প্রায়ই মাটির গাড়ির চালক এবং স্থানীয় মানুষের মধ্যে বিবাদ লেগে রয়েছে বলে জানালেন গ্রামের মানুষ।

পুলিশ জানিয়েছে, ‘অবৈধ’ মাটি কারবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন